Jodi Amake Nao Phiriye Lyrics by Dipesh :
Jodi Amake Nao Phiriye Song Is Sung by Dipesh Chakraborty from The Bong Studio Originals. Music Composed by And Jodi Amake Nao Firiye Lyrics Written by Pijush Das. Song Mix & Master by Gautam Debnath.Song Name : Jodi Amake Nao Phiriye
Singer : Dipesh Chakraborty
Music & Lyrics : Pijush Das.
Music Arrangements : Dipesh Chakraborty
Director : Krish Bose
Producer : The Bong Media
Edit & Color : Sanjoy Dasgupta
DOP : Subhajit Sil
Chief AD : Supayan Das.
Thumbnail Calligraphy : Santu Karmakar
Label : The Bong Studio
Jodi Amake Nao Phiriye Song Lyrics In Bengali :
আমি একলা আকাশ ভরে রাখতে পারি,আমি তোমার হৃদয় হয়ে থাকতে পারি,
যদি আমাকে নাও ফিরিয়ে,
যদি আমাকে নাও ফিরিয়ে।
আমি আবছা আলোয় পথ চলতে পারি,
আমি তোমায় আমার কথা বলতে পারি,
যদি আমাকে নাও ফিরিয়ে,
যদি আমাকে নাও ফিরিয়ে।
(ফিরতে চেয়েও ফেরা হয়নি বলে
কত সম্পর্ক জোড়া লাগেনি আর,
একটা ছোট্ট Backspace এ থেকে গেছে
কত গভীর প্রেমের উপন্যাস।
তবুও তো রোজ বুক ফাটা কান্নার
দীর্ঘশ্বাসে বলে যায়
যদি আমাকে নাও ফিরিয়ে)
আমি জীবন পাওয়ার পথে এগিয়ে যাবো
যদি আমাকে নাও ফিরিয়ে,
আমি স্বপ্ন দেখার কথা জানিয়ে যাবো
যদি আমাকে নাও ফিরিয়ে।
আমি আশায় আছি,
ভালোবাসায় বাঁচি,
যদি আমাকে নাও ফিরিয়ে।
আমি সন্ধ্যেবলায় খুব মনখারাপের
সুর তোমার পাশে বসে গাইতে পারি,
যদি আমাকে নাও ফিরিয়ে,
যদি আমাকে নাও ফিরিয়ে।
তুমি মাঝদরিয়ায় একা, ক্লান্ত যখন,
আমি তোমার জীবন'তরী বাইতে পারি,
যদি আমাকে নাও ফিরিয়ে,
যদি আমাকে নাও ফিরিয়ে।
শুধু আমাকে নাও ফিরিয়ে,
শুধু আমাকে নাও ফিরিয়ে।
যদি আমাকে নাও ফিরিয়ে লিরিক্স :
Ami ekla akash bhore rakhti pari
Ami tomar hridoy hoye thakte pari
Jodi amake nao phiriye
Ami abcha aaloy poth cholte pari
Ami tomay amar kotha bolte pari
Jodi amake nao firiye
0 Comments
Post a Comment