Janmantar Lyrics by Prithibi Band :
Janmantar Song Part One Sung by Koushik Chakraborty from Janmantar Series Prithibi Band Bengali Album 2019. Starring: Arunava Dey And Dr.Siddhartha Ray. Composition And Jonmantor Lyrics In Bengali Written by Koushik Chakraborty. Recording, Mixing And Mastering by Rhitabrata Kar.Song name : Janmantar
Album Name : Janmantar Series
Band Name : Prithibi
Vocal, Lyrics & Composition : Koushik Chakraborty
Koushik Chakraborty : Vocals & Acoustic Guitar
Prasanto Mahato : Bass Guitar
Arnab Dasgupta : Drums
Raja Bhattacharyya : Guitar & Backing Vocals
Story, Script & Direction : Koushik Chakraborty
Camera : Subham Chakraborty & Prasanto Mahato
Edit : Soumalya Mallick
Colorist : Sourav.D
Song Label : Prithibi Productions
Janmantar Song Lyrics In Bengali :
পথের ধারে পড়ে পাওয়া, ছেঁড়া খাতায়
হাজার বছর কেটেছে অনেক, যাওয়া আসায়।
হিসেবে নিকেশ নিয়ম করে, রেখেছি তুলে
পথ হারাবো পথেই নেমে, পথেরই ভুলে..
গত জন্মান্তরের হিসেব
লিখে রাখা সেই খাতায়,
তুমি দেখতে চাইলেই পাবে
সময়ের ঝরাপাতায়..
সময়ের ঝরাপাতায় ..
আলোকিত এই নগরে
কোনায় কোনায় অন্ধকার,
পোড়া সভ্যতার শেষ বন্দরে..
আমি পুড়েছি বহু রাত ....
তবু কেন বারেবারে, ফিরে আসা
আমার চারপাশ নিচ্ছে নিঃশ্বাস,
গানের ভাষায়।
পথের ধরে তোমায় খুঁজি,
সময় অসময়,
কেন জানি আমার আজকাল
বাড়ছে মৃত্যু ভয় ...
গত জন্মান্তরের শেষে,
অমরত্ব পাওয়া যায়
তুমি চাইলেই পেতে পারো
সময়ের ঝরাপাতায়..
সময়ের ঝরাপাতায় ...
জন্মান্তর লিরিক্স - পৃথিবী ব্যান্ড :
Pother dhare pore paoya chera khatay
Hajar bochor keteche onek jaowa ashay
Hiseb nikesh noyom kore rekhechi tule
Poth harabo pothei neme potheri bhule
Goto jonmantorer hiseb
likhe rakha sei khatay
Tumi dekhte chailei pabe
Somoy er jhorapatay
হাজার বছর কেটেছে অনেক, যাওয়া আসায়।
হিসেবে নিকেশ নিয়ম করে, রেখেছি তুলে
পথ হারাবো পথেই নেমে, পথেরই ভুলে..
গত জন্মান্তরের হিসেব
লিখে রাখা সেই খাতায়,
তুমি দেখতে চাইলেই পাবে
সময়ের ঝরাপাতায়..
সময়ের ঝরাপাতায় ..
আলোকিত এই নগরে
কোনায় কোনায় অন্ধকার,
পোড়া সভ্যতার শেষ বন্দরে..
আমি পুড়েছি বহু রাত ....
তবু কেন বারেবারে, ফিরে আসা
আমার চারপাশ নিচ্ছে নিঃশ্বাস,
গানের ভাষায়।
পথের ধরে তোমায় খুঁজি,
সময় অসময়,
কেন জানি আমার আজকাল
বাড়ছে মৃত্যু ভয় ...
গত জন্মান্তরের শেষে,
অমরত্ব পাওয়া যায়
তুমি চাইলেই পেতে পারো
সময়ের ঝরাপাতায়..
সময়ের ঝরাপাতায় ...
জন্মান্তর লিরিক্স - পৃথিবী ব্যান্ড :
Pother dhare pore paoya chera khatay
Hajar bochor keteche onek jaowa ashay
Hiseb nikesh noyom kore rekhechi tule
Poth harabo pothei neme potheri bhule
Goto jonmantorer hiseb
likhe rakha sei khatay
Tumi dekhte chailei pabe
Somoy er jhorapatay
0 Comments
Post a Comment