Bhalobasha Hariyeche Thikana Lyrics by Timir Biswas :
Bhalobasha Hariyeche Thikana Song Is Sung by Timir Biswas from Bhalobashar Shohor Title Track A ZEE5 Original. Music Composed by Diptarka Bose. Amake Khuje Niyo Bhalobashar Shohore Lyrics Written by Arnab Choudhury.Singer : Timir Biswas
Composition : Diptarka Bose
Lyrics : Arnab Choudhury
Music production, backing vocals & guitars : Diptarka Bose
Additional programming: Abhik Chatterjee
Mixed by : Himanshu Shirlekar
Label : ZEE5
Bhalobasha Hariyeche Thikana Song Lyrics In Bengali :
ভালোবাসা হারিয়েছে ঠিকানাশহরের কুয়াশার ভেতরে,
ফেরিওয়ালা খালি হাতে ফিরে যায়
দোতারার মন কেমন বেসুরে।
কি অসময় তোমায় ভেবে ভেবে
বেঁচে থাকার অভিনয় মৃত স্বভাবে।
হাসে জল আদর ভরা চোখে অঝোরে
হাসানুহানা রোডোডেনড্রনের নগরে,
আমাকে খুঁজে নিয়ো ভালোবাসার শহরে।
তারায় তারারা রাতে
অলিগলি ঘুরে মন,
জেগে থাকে কথোপকথনের মলাটে
মানেনা যে টেলিফোন, সময়ের ব্যাকরণ
ঘুরে যায় ঘড়ি কাটেনা যে ঘোর
নিভে যায় ট্রাম জেগে ওঠে ভোর
নতজানু দুহাত বাড়ায়..
বেলুনের গাড়ি-ঘোড়া টানা রথ
হ্যালোজেনে আলোকিত রাজপথ,
তোমাকে আজও আহ্বান জানায়..
হাসে জল আদর ভরা চোখে অঝোরে
হাসানুহানা রোডোডেনড্রনের নগরে,
আমাকে খুঁজে নিয়ো ভালোবাসার শহরে।
ভালোবাসা হারিয়েছে ঠিকানা লিরিক্স - ভালোবাসার শহর :
Valobasha hariyeche thikana
Shohorer kuashar bhetore
Feriwala khali haate phire jaay
Dotarar mon kemon besure
Ki osomoy tomay vebe vebe
Beche thakar obhinoy mrito sovabe
Hase jol ador bhora chokhe ojhore
Hasnihana rododendroner nogore
Amake khuje niyo valobashar shohore
0 Comments
Post a Comment