Utsav Song Lyrics Durga Pujar Gaan :
Utsav Durga Puja Song 2019 Sung by Argha Banerjee, Shreya Mukherjee, Ramesh And Sourav from Folk Studio Bangla. Bengali Song Lyrics Written by Lyrics : Ramesh, Sourav & Shreya Mukherjee. Music Arranged and Programmed by Sourav Biswas. Song Mixed and Mastered by Amit Chatterjee.Song : Utsav
Singers : Argha Banerjee, Shreya Mukherjee, Ramesh & Sourav
Lyrics : Ramesh & Sourav, Shreya Mukherjee
Music : Ramesh & Sourav
Label : Folk Studio Bangla
Utsav Song Lyrics In Bengali :
এতো সাজ সারাদিননতুনের সুরে রঙীন,
খুশি আজ দিশাহীন
স্বপ্নে পাওয়া সেইদিন।
তারাভরা এই রাতে
জোছনাদের আলাপ,
ছায়াপথের এই হদিস
ভুলে যাওয়া সংলাপ।
এভাবেই মিশে যাওয়া
কাশবনে এই হাওয়া,
ছুটি পাওয়া চোরাস্রোতে সামিল।
যেন নতুন কোনো এক দেশ
এলো ভোরের আকাশ, রাত শেষ
মন উড়লো খেয়ালি হাওয়ার শঙ্খচিল।
এই উৎসবের আয়োজনে
কান পেতে গান শোনে
শিউলি ফুলের দল।
সেই সুর সেই তানে শোনা,
শিশিরের আলপনা
একবার খুঁজে দেখি চল।
যেখানে শহর জুড়ে
সাঁঝ বেলার মেঘ যায় ভেসে,
সেখানেই গোধূলির নেশা, অবিকল।
তারাভরা এই রাতে
জোছনাদের আলাপ,
ছায়াপথের এই হদিস
ভুলে যাওয়া সংলাপ।
এভাবেই মিশে যাওয়া
কাশবনে এই হাওয়া,
ছুটি পাওয়া চোরাস্রোতে সামিল।
যেন নতুন কোনো এক দেশ
এলো ভোরের আকাশ, রাত শেষ
মন উড়লো খেয়ালি হাওয়ার শঙ্খচিল।
উৎসব লিরিক্স - পূজার গান :
Ei saaj saradin notuner sure rongeen
Khushi aaj dishahin shopne paowa sei din
Tara bhora ei raate jochonader alap
Chayapother ei hodis bhule jaowa songlap
Evabei mishe jaowa kashbone ei hawa
Chuti paowa chorasrote samil
0 Comments
Post a Comment