Rokto Shobar Laal by Shiekh Sadi And Tabib Mahmud



Rokto Shobar Laal Lyrics by Shiekh Sadi :

Rokto Shobar Laal Rap Song Is Sung by Shiekh Sadi. Rakta Sobar Lal Lyrics Written by Shiekh Sadi And Tabib Mahmud.

Song : Rokto Shobar Laal
Vocal & Tune : Shiekh Sadi
Lyrics : Shiekh Sadi & Tabib Mahmud
Dop : Oli Ahmed
Direction : Als Shawon

Rokto Shobar Laal Song Lyrics In Bengali :

কিছু কথা জমিয়ে বহু দিন,
অনেক সময় ধরে প্রশ্নরা বিলীন,
মানুষ নাকি আজ বিক্রি হয়,
টাকাই কি তবে আসল পরিচয় ?

সমাজের চোখে টাকা ক্ষমতার শক্তি
এক হাজার টাকা থেকে দামি তার ভ্রান্তি,
আলাদিন আর তার চেরাগের দৈত্য
টাকা দিবে বলে দিবে মিথ্যাকে সত্য,
টাকা ছাড়া ঠাকুমা গল্প বলে না
জীবনের রেলগাড়ি থেমে থাকে চলে না,
টাকা আজ ভেঙে দেয় চিরচেনা পরিচয়
পাশাপাশি হেঁটে চলা তবুও কেউ কারো নয়।

অসভ্য আমি আমার গানেরই কথা
সত্য টা লাগে সব সময় ই তিতা,
নেতা কেনো ভোটের আগে দেখায় মমতা?
সেই মায়া খুঁজে মরে এখন জনতা।

ও একদিন পৃথিবীর মায়া ছেড়ে যাবে সে ঘরে
সে ঘরে ঈমান ছাড়া সবি জ্বলে পুড়ে,
প্রিয়জন দেহের পাশে চোখের জল ঝরে
মানুষটা দাফন হবে টাকা রবে ঘরে।

ভিক্ষুকেরা লাখোপতি শিক্ষা বিসর্জন
কোটিপতি পায়ের তলায় গরিব হারায় ধন,
জোর যার মুল্লক তার এটাই নিয়ম
সবি আছে এই শহরে মানবতা কম,
জীবন টা দুই দিন এক দিন হলো পার
কেনো করো বুক ভরা গর্ব অহংকার,
এই খ্যাতি এই যশ মিছে মায়া জঞ্জাল
কেটে দিলে চামড়া রক্ত সবার লাল।

টাকা আছে বলে তুই কেনো শুধু ভাব নেস?
কুলি মজুরের গালে অযথাই চড় দেস,
ভেঙে ফেল ওই হাত কেটে ফেল কবজি
ঘরে বসে প্রেম কর আর খেল PUBG,
খবর কি আছে তোর শুনিস কি সংবাদ?
গোলাভরা ধান গুলো হয়ে গেলো বরবাদ,
কৃষকের হাহাকার জ্বলছে না লাকরি
মানবতা হয়ে গেলো টাকার কাছে বিক্রি।

ও একদিন পৃথিবীর মায়া ছেড়ে যাবে সে ঘরে
সে ঘরে ইমান ছাড়া সবই জ্বলে পুড়ে,
প্রিয়জন দেহের পাশে চোখের জল ঝরে
মানুষটা দাফন হবে টাকা রবে ঘরে।

মানুষটা দাফন হবে টাকা রবে ঘরে।

রক্ত সবার লাল লিরিক্স - শেখ সাদী, তাবিব মাহমুদ :
Kichu kotha jomiye bohudin
Onek somoy dhore proshnora bilin
Manush naki aaj bikri hoy
Takai ki tobe ashol porichoy

Ekdin prithibir maya chere jabe se ghore
Se ghore iman chara sobi jwole pure
Priyojon deher pashe chokher jol jhore
Manushta dafan hobe taka robe ghore