Dhowa Lyrics by Sadman Pappu :
Dhowa Song Is Sung by Sadman Pappu. Music Composed by ZH Babu And Charidike Dhowa Song Lyrics Written by Pagla Imran. Starring: Sadman Pappu, Moni Nondini, Chuton, Mukter Hossain, Adnan papon, Al Azad And Anzul.Song : Dhowa
Singer : Sadman Pappu
Lyric and Tune : Pagla Imran
Music : ZH Babu
Director & Script Writer : Masum Taslim
Dop : Mc Dulu khan
Edit : Raj Khan
Colour : S.m Tushar
Dhowa Song Lyrics In Bengali :
ধোঁয়ার মাঝে ভাসি আমি ধোঁয়ার মাঝে ডুবি,তোমার কথা ভাবলে নিজেরে একলা লাগে খুবি।
কালো রঙের ধোঁয়া দেখায় আমায় স্বপন,
নীল রঙের ধোঁয়া পুড়ায় তোমার ভুবন।
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া চারদিকে ধোঁয়া
ধোঁয়ার সাথে হয়রে কথা যায়না তারে ছোঁয়া,
ধোঁয়া রে ধোঁয়া রে ধোঁয়া চারদিকে ধোঁয়া
ধোঁয়ার সাথে হয়রে কথা যায়না তারে ছোঁয়া।
ধোঁয়া দিয়ে আকি আমি তোমার মায়া মুখ,
তোমার ছবি ভাসলে আমার মনে লাগতো সুখ।
কালো রঙের ধোয়া দেখায় আমায় স্বপন,
নিল রঙের ধোঁয়া পুড়ায় তোমার ভুবন।
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া হে চারদিকে ধোঁয়া
ধোঁয়ার সাথে হয়রে কথা যায়না তারে ছোঁয়া,
ধোঁয়া রে ধোঁয়া রে ধোঁয়া চারদিকে ধোয়া
ধোয়ার সাথে হয়রে কথা যায়না তারে ছোয়া।
তোমায় নিয়ে শুরু আমার, ধোঁয়া দিয়ে শেষ,
তোমায় ছাড়া গিটার হাতে সুখেই আছি বেশ।
কালো রঙের ধোয়া দেখায় আমায় স্বপন,
নীল রঙের ধোঁয়া পুড়ায় তোমার ভুবন।
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া চারদিকে ধোঁয়া
ধোঁয়ার সাথে হয়রে কথা যায়না তারে ছোঁয়া,
ধোঁয়া রে ধোঁয়া রে ধোঁয়া চারদিকে ধোঁয়া
ধোঁয়ার সাথে হয়রে কথা যায়না তারে ছোঁয়া।
ধোয়ার মাঝে বাসি আমি ধোয়ার মাঝে ডুবি,
তোমার কথা ভাবলে নিজেরে একলা লাগে খুবি।
কালো রঙের ধোঁয়া দেখায় আমায় স্বপন,
নীল রঙের ধোঁয়া পুড়ায় তোমার ভুবন।
ধোঁয়া লিরিক্স - সাদমান পাপ্পু :
Dhowar majhe vasi ami dhowar majhe dubi
Tomar kotha vable nijere ekla lage khubi
Kalo ronger dhowa dekhay amay shopon
Neel ronger dhowa puray tomar bhubon
Dhowa dhowa dhowa charidike dhowa
Dhowar sathe hoyre kotha jayna tare chowa
0 Comments
Post a Comment