Shei Tumi Lyrics
Shei Tumi Lyrics is written by Arko Pravo Mukherjee. Shei Tumi Song Is Sung by Arko From Parineeta Bengali Movie. Starring: Ritwick Chakraborty And Subhashree Ganguly. Thik Tor Moton Keu Valobashe Na Song Lyrics Music Programming, Arrangement, Mix & Master by Aditya Dev.
Song : Shei Tumi
Movie : Parineeta
Singer : Arko
Music & Lyrics : Arko Pravo Mukherjee
Directed by : Raj Chakraborty
Story : Priyanka Poddar & Arnob Bhowmik
Shei Tumi Song Lyrics In Bengali
সেই তুমি আজ দূরে
খুঁজে খুঁজে কোথা পাই,
সেই আমি ঘুরে ঘুরে
ধোঁয়া হয়ে মিশে যাই।
কথা ছিল দেখা হবে
রোজ ভোরে দুজনায়,
কেন থেমে গেছে নদী
মন বুঝেও বোঝেনা।
ব্যথা জমে, কালো চোখে
নিদ্রা আসে না,
ঠিক তোর মতন কেউ ভালোবাসে না,
বাসে না,
ঠিক তোর মতন কেউ ভালোবাসে না।
শূন্যময়, এই হৃদয়ে
তাইতো এতো যন্ত্রনা,
লোক দেখানো মিথ্যে হাসি
আর অযথা স্বান্তনা।
প্রিয় কবি, কত ছবি
কত স্বপ্ন দুজনার,
মুছে যাওয়া, শেষ পাওয়া
কত অল্প দুজনার।
ব্যথা জমে, কালো চোখে
নিদ্রা আসে না,
ঠিক তোর মতন কেউ ভালোবাসে না,
বাসে না, বাসে না, বাসে না,
আর কেউ অতোটা কাছে আসেনা।
আসেনা, আসে না,
ঠিক তোর মতন কেউ ভালোবাসে না।
0 Comments
Post a Comment