Joto Chao Badhite Lyrics

Joto Chao Badhite Lyrics written by Asif Iqbal.

Song Name : Joto Chao Badhite
Natok : Ditio Koishor
Singer : Ishan Mitra
Lyrics : Asif Iqbal
Tune & Composition : Amit-Ishan
Directed By : Shihab Shaheen
D.O.P : Sumon Hossain
Produced By : Good Company
Label : Gaanchill Music


Joto Chao Badhite Song Lyrics In Bengali

যত চাও বাঁধিতে, বাঁধা যে পড়ে না,
সময়ের আয়না, ছাড়ে না ছাড়ে না।

যত চাও বাঁধিতে, বাঁধা যে পরে না,
সময়ের আয়না, ছাড়ে না ছাড়ে না।
কেন বোঝেনা, কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।

কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।

বাঁধন ছিঁড়ে যায়
মায়া তবু থাকে পড়ে,
আলো নিয়ে চলে যায়
আমায় পাথর করে।

মন মানে না মানে না
কিছুতেই মানে না,
কেউ চলে যায়
তবু যায় না, যায় না।

কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।

কি আছে ভালোবাসায়
আমি বোবা পড়ে থাকি,
কি ভেবে চুপিসারে
সে যে দিয়েছে ফাঁকি।

মন বোঝে না বোঝে না
কিছুতেই বোঝে না,
কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।

কেউ চলে যায় তবুও যায় না,
কেউ থেকে যায় তবুও থাকে না।
কেউ চলে যায় তবুও যায় না,
কেউ থেকে যায় তবুও থাকে না।