Protisruti by Somlata Acharyya Chowdhury



Protisruti Lyrics by Somlata Acharyya Chowdhury :

Protisruti Song Is Sung by Somlata Acharyya Chowdhury. Protishruti Song Lyrics Written by Anirvan Mazumder. Song Recorded, Mixed, Mastered and Produced by Sayan Ghosh.

Song : Protisruti
Composition and Vocals : Somlata Acharyya Chowdhury
Lyrics : Anirvan Mazumder
Direction : Somdeb Sengupta
Dop : Raj Halder
Produced by : Somlata And The Aces
Edit : Raj Halder 
Shot And Edited by : BeardBoy Films

Protisruti Song Lyrics In Bengali :

হার-জিত কিছু নয় শুধু
এই পাশ থেকে ওই পাশে,
আসলে কেউই শত্রু নয়
ভাবনার ভুল মনটাতে।

চারিদিকে যুদ্ধসাজ, এতো আয়োজন
কেড়ে নিচ্ছে স্বপ্ন সব,
এ কোন সম্মোহন..

ভয় নেই রে আজকে আর
সেই অন্ধকারে,
ভয় নেই রে
একসাথে হই আলোর দরবারে।
আবার ফিরে আমিও আসবো তাই
অনেক রং নিয়ে,
ছড়িয়ে পড়বে ফুল হয়ে চারিদিকে..

তুমি বন্দুক নাও যদি,
আমি নেবো ফুল হাতে
জোর বেশি কার দেখা যাক,
আজকে এই রাতে।

বিশ্বজুড়ে হিংসা-লোভের প্রতিযোগিতা
ক্ষয়ে যাওয়া দিনগুলো অবসন্নতায়।

তবুও ভয় নেই আজকে আর
সেই অন্ধকারে,
ভয় নেই রে
একসাথে হই আলোর দরবারে।
আবার ফিরে আমিও আসবো তাই
অনেক রং নিয়ে,
ছড়িয়ে পড়বে ফুল হয়ে চারিদিকে..

বেঁচে থাকতে জানি আমি
বেঁচে থাকতে হবে যে তোমাকেও,
বেঁচে থাকবো সবাই মিলে, তাই কথা দাও।

ক্ষমা করতে পারি আমি
ক্ষমা করতে হবে যে তোমাকেও
একসাথে পাশাপাশি, এই কথা দাও।

ভালোবাসতে পারি আমি
ভালোবাসতে হবে তোমাকেও,
ভালোবাসবো কারণ ছাড়াই, কথা দাও।
বেঁচে থাকতে জানি আমি
বেঁচে থাকতে হবে যে তোমাকেও,
বেঁচে থাকবো সবাই মিলে, এই কথা দাও।

প্রতিশ্রুতি গানের লিরিক্স - সোমলতা আচার্য্য চৌধুরী :
Haar jeet kichu noy shudhu
Ei pash theke oi pashe
Asole keui shotru noy
Vabnar bhul montate
Charidike juddhosaj eto ayojon
Kere nicche shopno shon
E kon sommohon