Mon Chute Jay Lyrics by Imran :
Mon Chute Jay Song Is Sung by Imran And Konal. Music composed by Imran Mahmudul. Mon Chutey Jay Song Lyrics written by Robiul Islam Jibon. Starring : Imran And Payel.Song : Mon Chutey Jay
Singer : Imran & Konal
Lyrics : Robiul Islam Jibon
Tune & Music : Imran
Director : Saikat Reza
DOP : Bikash Saha
Edit & Color : Rejaul Raju
Powered By : Digital Solution
Music on : Rosogolla
Mon Chute Jay Song Lyrics In Bengali :
মন ছুটে যায়, তোরই পাড়ায়হতে চায় মুখোমুখি।
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি।
অবুজ চাওয়াতে, উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী।
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি।
তুই মিশে আমার সব গল্প-কথায়
বলি কেমন করে আজ অল্প-কথায়।
অবুজ চাওয়াতে, উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী।
ও.. মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি।
দিন-রাত্রি কাটে তোর জল্পনাতে
আর নেই তো কিছু এই কল্পনাতে।
অবুজ চাওয়াতে, উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী।
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি।
মন ছুটে যায় লিরিক্স - ইমরান, কোনাল :
Mon chute jaay tori paray
Hote chaay mukhomukhi
Roj isharay thaki paharay
Diye jaay unkijhuki
Abuj chaowate urchi tori hawate
Tore chara hobona je sukhi
Tui mishe amar sob golpo kothay
Boli kemon kore aaj olpo kothay
Din raatri kaate tor jolponate
Aar nei to kichu ei kolponate
0 Comments
Post a Comment