Matir Manush by Shayan Durga Puja Agomoni Song



Matir Manush Lyrics by Shayan :

Matir Manush Song Is Sung by Shayan Durga Puja Agomoni Song 2019. Concept by Yashraj And Cinematography by Soumyadeep Das and Amrit Mukherjee. Matir Manush Geloi Shudhu Matir Theke Sore Song Lyrics.

Song : Matir Manush
Singer : Farzana Wahid Shayan
Concept : Yashraj
Cinematography : Soumyadeep Das & Amrit Mukherjee.
Edit : Amrit mukherjee
Special Thanks : Sagnick Dasgupta, Soumyadeep Das
And Arpan Dasgupta.
Produced By : Om Chanda & Sandip Mondal.

Matir Manush Song Lyrics In Bengali :

মাটির মানুষ গেলোই শুধু
মাটির থেকে সরে,
দিন চলে না মাটির পুতুল গড়ে।

দেখো মাটিরে দেই আমার যত
মাটির দেহের ঘাম,
মাটির তো কেউ চায়না দিতে দাম।
মাটির মানুষ গেলোই শুধু
মাটির থেকে সরে,
দিন চলে না মাটির পুতুল, গড়ে।

দিন চলে না আমরা তবু
মাটির কাছেই থাকি,
মাটির বুকে ভরসা তবু রাখি।

মাটির মানুষ মাটি ছেড়ে
কেমনে থাকি দূরে,
মাটির কাছেই আসুক মানুষ ঘুরে।
মাটির মানুষ গেলই শুধু
মাটির থেকে সরে,
দিন চলে না মাটির পুতুল, গোড়ে।

মাটি ছিল তোমার আমার
তিন পুরুষের পুঁজি,
মাটি দিলো সুখে-দুঃখে রুজি।

তোমার আমার ছেলে মেয়ে
ভাসবে কি সেই সুখে,
আপন হাতের গড়া মায়ের মুখে।
মাটির মানুষ গেলোই শুধু
মাটির থেকে সোরে,
দিন চলে না মাটির পুতুল, গড়ে।

এই মাটিকে বাঁচাতে চাই
আমার দুটো হাতে,
টান পড়ে যায় তারপরও ডাল-ভাতে।

মাটি বাঁচুক, মাটি হাসুক
ভালোবাসার টানে,
মাটি বাঁচুক তোমার আমার প্রাণে।
মাটির মানুষ গেলোই শুধু
মাটির থেকে সরে,
দিন চলে না মাটির পুতুল গড়ে,
দিন চলে না মাটির পুতুল গড়ে।

মাটির মানুষ লিরিক্স - দূর্গা পূজার আগমনীর গান :
Matir manush geloi sudhu
Matir theke sore
Din chole na matir putul gore
Dekho matire dei amar joto
Matir deher ghaam
Matir to keu chayna dite daam
Din chole na amar tobu
Matir kachei thaki
Matir buke vorsha tobu rakhi