Shono Khobor Lyrics by Shilajit Majumder:
Shono Khobor Song is Sung by Shilajit Majumder from Bhumika Bengali Album. He Shono Khabor Aaj Konor Khora Bonsho Ache Lyrics Written by Silajit Majumder.Song : Hey Shono Khobor
Singer : Shilajit Majumdar
Album Name : Bhumika
Label : Shemaroo Bengali Music
Shono Khobor Song Lyrics In Bengali :
হে শোনো খবর,আজ কবর খোঁড়া বন্ধ আছে।
তাই মরছি না ভাই মরব না
তাই লাশ হয়ে আর পচবো না।
হে শোনো খবর,
আজ কবর খোঁড়া বন্ধ আছে।
হিমঘরে থরে থরে পড়ে থেকে লাভ নেই লোকশান
তার চেয়ে সজীব রোদেতে শানিয়ে
ধারালো কর এ জান।
সেই ধারে কাটি ধান কাটি পাপ
কাটি জিভ সব বিষধর সর্পদের,
সব বিষধর সর্পদের..
এ শোনো খবর...
এ শোনো খবর আজ ছন্দপতন বন্ধ আছে।
তাই বেসুর গান গাইব না,
তাই বেতাল বেচাল চাইব না।
এ শোনো খবর..
সুরহীন সব অসুর বংশ ধ্বংস করে দে আজ,
ছন্দে ছন্দে ছলকিয়ে এসো
ঝড়ের ঘোরেতে হানি বাজ।
সেই বাজে পুড়ে যাক জ্বলে যাক
টলে যাক সব অশুভর খানদান,
সব অশুভর খানদান..
এ শোনো খবর..
আজ কবর খোড়া বন্ধ আছে।
এ শোনো খবর..
ভোরের বাতাসে আজ ঝড় উঠেছে..
এ ঝড় ঝলমলতার চামচে না
তাই থামবে না আর থামছে না।
হে শোনো খবর লিরিক্স - শিলাজিৎ মজুমদার :
Hey sono khobor
Aaj kobor khora bondho ache
Tai morchi na bhai morbo na
Tai lash hoye aar pochbo na
Hey shono khabor..
0 Comments
Post a Comment