Dube Jai by Habib Wahid And Nilanjana



Dube Jai Lyrics by Habib Wahid :

Dube Jai Song Is Sung by Habib Wahid featuring: Nilanjana. Music Composed by Habib Wahid And Bengali Song Lyrics Written by Faujia Sultana Poly.

Song : Dube Jai
Vocal, Tune & Music : Habib Wahid
Lyrics : Faujia Sultana Poly
Director: Osman Miraz
Dop : Venkat Gangadhari
Editor : Anoy Shohag and Murli
Produced By : Afruza Sultana Popy
Label : SS Music Club

Dube Jai Song Lyrics In Bengali :

ডুবে যাই আমি যেন ডুবে যাই
কিযে বয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হায়। 
তোর ছায়া এঁকে যায়...
আমি যে শুনশান, নিজেকে রাখা দায়
তোর শত বাহানায়।

জেনে যাস তুই গোপনে,
গোপনে মনের আগুন
আরও কাছে থেকে কাছে পেতে চাই।
কান পেতে তুই শুনে নে,
শুনে নে বুকের ফাগুন
এই আমি শুধু আজ তোকে চাই।

ডুবে যাই আমি যেন ডুবে যাই
কিযে বয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হায়। 

যায় উড়ে যায়,
পাখিরা সব ঘর ছেড়ে, কোন সুখেতে
সেই না পাওয়া সুখেরা চায় তোর চোখে
মিশে যেতে।
তোর ছায়া এঁকে যায়...
আমি যে শুনশান, নিজেকে রাখা দায়
তোর শত বাহানায়।

জেনে যাস তুই গোপনে,
গোপনে মনের আগুন
আরও কাছে থেকে কাছে পেতে চাই।
কান পেতে তুই শুনে নে,
শুনে নে বুকের ফাগুন
এই আমি শুধু আজ তোকে চাই।

ডুবে যাই আমি যেন ডুবে যাই
কিযে বয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হায়।

যেন লিখে যাই, ব্যথা যত কোন টানে
তোর আশাতে,
আর না মেলা কথারা প্রাণ ফিরে পায়
তোর হাসিতে।
তোর ছায়া এঁকে যায়..
আমি যে শুনশান, নিজেকে রাখা দায়
তোর শত বাহানায়।

জেনে যাস তুই গোপনে,
গোপনে মনের আগুন
আরও কাছে থেকে কাছে পেতে চাই।
কান পেতে তুই শুনে নে,
শুনে নে বুকের ফাগুন
এই আমি শুধু আজ তোকে চাই।

ডুবে যাই আমি যেন ডুবে যাই
কিযে বয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হায়।

ডুবে যাই লিরিক্স - হাবিব ওয়াহিদ :
Dube jai ami jeno dube jai
Ki je boye jay tui chuye dile haay
Tor chaya eke jaay
Ami je shunshan nijeke rakha daay
Tor shoto bahanay