Chol Dujone Lyrics by Abir Biswas :
Chol Dujone Song Is Sung by Abir Biswas from Relationship Bangla Natok. Starring: Apurba And Mehazabien. Music Composed by And Bengali Song Lyrics Written by Abir Biswas.Song : Chol Dujone
Drama : Relationship
Vocal, Music & Lyrics : Abir Biswas
Director : Probir Roy Chowdhury
Label : Cd Choice
Chol Dujone Song Lyrics In Bengali :
জীবনের প্রতি পথে,চলতে চাই তোরই সাথে,
তোর দু'চোখেই নিজেকে খুঁজে পাই।
ঘুম হয়ে চোখে নামবি যখন,
আদর মেঘে ডাকবি তখন,
ভালোবেসে ভোরে তোর ঘুম ভাঙাই।
চল দুজনে,
হয়ে সেই স্বপ্নের দেশে হারাই
আর সেখানে,
একটা সুখের ঘর বানাই।
চল সেখানে, যেখানে
ভালোবাসা মেখে চাঁদের আলোয় ঢেকে
সারাটা জীবন কাটাই।
তুই বৃষ্টি হয়ে নামবি আমার আকাশে
আমি ঝড়ো হাওয়া হয়ে বইবো তোর সাথে,
তোর ঘুম ঘুম চোখের নেশায় আমি পথ হারাই
আবার ফিরে আসি তোরই চুলের সুবাসে।
জানিয়ে যা, আমাকে
সেই রূপকথারই দেশে
যেখানে কেউ নেই তুই আর আমি ছাড়া।
চল দুজনে,
হয়ে সেই স্বপ্নের দেশে হারাই
আর সেখানে,
একটা সুখের ঘর বানাই।
চল সেখানে, যেখানে
ভালোবাসা মেখে চাঁদের আলোয় ঢেকে
সারাটা জীবন কাটাই।
চল দুজনে লিরিক্স - আবির বিশ্বাস :
Jiboner proti pothe
Cholte chai tori sathe
Tor duchokhei nijeke khuje pai
Ghum hoye chokhe nambi jokhon
Ador meghe dhakbi tokhon
Valobeshe bhore tor ghum vangai
Chol dujone hoye sei shopner deshe harai
Aar sekhane ekta sukher ghor banai
0 Comments
Post a Comment