Hridoy Majhe Kotha Koy by Kamruzzaman Rabbi



Hridoy Majhe Kotha Koy Lyrics by Kamruzzaman Rabbi :

Hridoy Majhe Kotha Koy Song Is Sung Kamruzzaman Rabbi. Music composed by Sunny Chaki And
Bengali Song Lyrics Written by Alaul Hossain.

Song : Hridoy Majhe Kotha Koy
Singer : Kamruzzaman Rabbi
Lyrics : Alaul Hossain
Music : Sunny Chaki
Tune : Pujan Das
Dop, Edit & Directed by : J S Zeeshan
Label : Agniveena

Hridoy Majhe Kotha Koy Song Lyrics In Bengali :

থাকতে নয়ন দেখলি না রে
আপন যে তোর কোনজনা,
এই দেহেরই মধ্যে সে জন
হৃদয় মাঝে কথা কয়।

এই জনের ভেদ জানবি যদি
হাতের কাছে আছে নদী,
সেই নদীতে নিরবধি যে জন তরী বায়,
সেই নদীতে নিরবধি যে জন তরী বায়,
তারে চিনলি না রে হায়,
তারে চিনলি না রে হায়।

থাকতে নয়ন দেখলি না রে
আপন যে তোর কোনজনা,
এই দেহেরই মধ্যে সে জন
হৃদয় মাঝে কথা কয়।

এই ধরার স্বভাবের মানুষ
কেউ রয় হুঁশে কেউ বা বেহুঁশ,
হুঁশ বেহুঁশের মধ্যিখানে সঙ্গোপনে রয়,
হুঁশ বেহুঁশের মধ্যিখানে সঙ্গোপনে রয়,
সবাই কি তার দিশা পায়,
সবাই কি তার দিশা পায়।

থাকতে নয়ন দেখলি না রে
আপন যে তোর কোন জনা,
এই দেহেরই মধ্যে সে জন
হৃদয় মাঝে কথা কয়..

হৃদয় মাঝে কথা কয় লিরিক্স - কামরুজ্জামান রবি :
Thakte noyon dekhli na re
Apon je tor konjona
Ei deheri moddhey se jon
Hridoy majhe kon jona