Vuila Jodi Jabi by Sadman Pappu Song



Vuila Jodi Jabi Lyrics by Sadman Pappu :

Vuila Jodi Jabi Song Is Sung by Sadman Pappu. Starring: Rupok And Trishna. Music composed by Amit Chatterjee And Bhuila Jodi Jabi Re Tui Lyrics written by Azizul Hoque.

Song : Vuila Jodi Jabi
Singer : Sadman Pappu
Music : Amit Chatterjee
Lyrics & Tune : Azizul Hoque
Direction : Ahamed Azim Titu
Edit : Bilal
Label : Suranjoli

Vuila Jodi Jabi Song Lyrics In Bengali :

ভুইলা যদি যাবি রে তুই
কেন বাসলি ভালো,
আমার সাদা অন্তর পুইড়া পুইড়া
করলি রে ছাই কালো।

কি দোষ ছিল বল,
কেনো করলি এতো ছল?
আঁধার কইরা আমার জীবন
কারটা করিস আলো?
ভুইলা যদি যাবি রে তুই
কেন বাসলি ভালো,
আমার সাদা অন্তর পুইড়া পুইড়া
করলি রে ছাই কালো।

আগে মজনু বানাইলি পরে
বানাইলি দেবদাস,
আগে করলি রে উল্লাস
হলো জলোচ্ছাস।

এতো দুঃখ যন্ত্রনা তুই আমারে দিবি
প্রেমের খেলায় অবহেলা শেষবেলা করবি।
স্বপনেও ভাবিনাই তুই হইবি এমনটাই,
স্বপনেও ভাবিনাই তুই হইবি এমনটাই,
তোর অবিশ্বাসে বিশ্বাস,
আমার নিঃশ্বেষ হয়ে গেলো।
ভুইলা যদি যাবি রে তুই
কেন বাসলি ভালো,
আমার সাদা অন্তর পুইড়া পুইড়া
করলি রে ছাই কালো।

কেনো স্মৃতি বাড়াইয়া মায়ার ডোরে বাঁধলি
নিঃস্ব করিয়া আমায় কই চইলা গেলি।
ওরে মন ভাঙিলে সত্যি যদি
মসজিদ ভাঙা হয়,
সেই অপরাধ হইলো তোরই আজিজুলে কয়।
স্বপনেও ভাবিনাই তুই হইবি এমনটাই,
স্বপনেও ভাবিনাই তুই হইবি এমনটাই,
তোর অবিশ্বাসে বিশ্বাস,
আমার নিঃশ্বেষ হয়ে গেলো।
ভুইলা যোদি যাবি রে তুই
কেন বাসলি ভালো,
আমার সাদা অন্তর পুইড়া পুইড়া
করলি রে ছাই কালো।

কি দোষ ছিল বল,
কেনো করলি এতো ছল?
আঁধার কইরা আমার জীবন
কারটা কোরিস আলো?
ভুইলা যদি যাবি রে তুই
কেন বাসলি ভালো,
আমার সাদা অন্তর পুইড়া পুইড়া
করলি রে ছাই কালো।

ভুইলা যদি যাবি রে তুই লিরিক্স - সাদমান পাপ্পু :
Bhuila jodi jabi re tui
Ken bashli valo
Amar sada ontor puira puira
Korli re chai kalo
Ki dosh chilo bol keno korli eto chol
Andhar koira amar jibon
Karta koris aalo