Ami Shudhu Tomar Lyrics
Ami Sudhu Tomar Song Lyrics Written is by Rajib Chakraborty. Ami Shudhu Tomar Song Is Sung by Ash King from Oriplast Originals Songs, Bengal's Biggest Music collaboration. Music Arrangement, Mixing, and Production Ajay Singha.
Song Name : Ami Shudhu Tomar
Singer : Ash King
Music Composer : Ajay Singha
Lyrics : Rajib Chakraborty
Creative Producer : Storiboat
Music Label : SVF Music
Ami Shudhu Tomar Song Lyrics In Bengali
আমি শুধু তোমার,
শুধু তোমার, ছুঁয়ে দিয়ে মন
মেঘে, সে আবেগে,
ভেসে যাবো কুয়াশা যখন।
আলো আসবে, ভালোবাসবে
রূপকথার সে আদোর,
ঠোঁটে গল্প, কথা অল্প
কোনো স্বপ্নের ঘুম চাদোর।
ও.. আছি, কাছাকাছি
হোয়ে তোমার, তোমারি
আমি শুধু তোমার,
শুধু তোমার, ছুঁয়ে দিয়ে মন।
এলোমেলো সুর, অচেনা দুপুর
তোমাকে খোঁজে ডাকনামে,
স্মৃতির শহর, নামে রাত-ভোর
চিঠি লিখে রাখি নীল খামে।
তুমি, শুধু তুমি
মোরশুমি কুয়াশা যখন।
আমি শুধু তোমার..
ছুঁয়ে দিয়ে মন।
0 Comments
Post a Comment