Dondo Song Lyrics

Dondo Song Is Sung by Sadman Pappu Bangla Song. Starring: Supto, Trisha And Akash. Music composed by Nabid Salehin Niloy. Koylar Kali Kolome Tor Moylar Kali Mone Song Lyrics written by Omar Farook Bishal.

Song : Dondo
Singer : Sadman Pappu
Lyrics & Tune : Omar Farook Bishal
Music : Nabid Salehin Niloy
Director : Dipjoy Team
DOP : HM Zaman
Powered By : Digital Solution
Label : Rosogolla


Dondo Song Lyrics In Benglai

কানাকানি করছে সবাই,
কানাকানি করছে সবাই বলছে জনে জনে
কয়লার কালি কলমে তোর
ময়লার কালি মনে।

বাইরে ছন্দ ভিতরে গন্ধ
ও তোর বাইরে ছন্দ ভিতরে গন্ধ
দ্বন্দ্ব আমার সনে..
কয়লার কালি কলমে তোর
ময়লার কালি মনে।

ফুল ফুটে তোর মুখের কথায়,
ভিতরে বিষ কাঁটা..
কথার ছলে মারলি আমার
এই বুকে তার কাটা।
সব বুঝাস কিছুই বুঝাস না
ও তুই সব বুঝাস কিছুই বুঝাস না
দারুন ব্যাকরণে..
কয়লার কালি কলমে তোর
ময়লার কালি মনে।

মায়ায় ফেলে ছায়ার মতো
ঘুরালে তোর পিছু..
দশটি মনেও তোকে জানার
যাবে না তো কিছু।
সব বুঝি কিছুই বুঝি না,
ও তোর সব বুঝি কিছুই বুঝি না
দারুন ব্যাকরণে..
কয়লার কালি কলমে তোর
ময়লার কালি মনে...

বাইরে ছন্দ ভিতরে গন্ধ
ও তোর বাইরে ছন্দ ভিতরে গন্ধ
দ্বন্দ্ব আমার সনে..
কয়লার কালি কলমে তোর
ময়লার কালি মনে..