Vabte Ghenna Lage by Shofiqul, Imran And Fazlur Rahman Babu



Vabte Ghenna Lage Lyrics by Shofiqul :

Vabte Ghenna Lage Song Is Sung by Shofiqul. Music composed by Imran Mahmudul. Starring: Fazlur Rahman Babu, Sarika Sabha And Badhan. Bhabte Ghenna Lage Lyrics written by Snehashish Ghosh.

Song : Vabte Ghenna Lage
Singer : Shofiqul
Tune & Music : Imran Mahmudul
Lyric : Snehashish Ghosh
Direction : Saikat Reza
Dop : Bikash Saha
Concept : SK. Shahed Ali
Production : SR Film
Label: Central Music and Video [CMV]

Vabte Ghenna Lage Song Lyrics In Bengali :

ভাসছে আমার চোখের জলে
সুখের তরী তোর,
ভালোই আছিস কারো সাথে
আমায় করে পর।

যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন মানুষ বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।

পর ছিল সব এই দুনিয়ায়
আপন ছিলি তুই,
সেই ভুলই আজ বিঁধছে গায়ে
হয়ে বিষের সুই।
যার কাছে হয় নিজের ভালো
সবকিছুরই আগে,
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।

বিশ্বাইতো  চলে সবই
করছি আমি তাই,
তার প্রতিদান এমন হবে
ভুলেও ভাবি নাই।
মন দিয়া যে মনের মানুষ
মনেতে না রাখে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন মানুষ বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।

ভাবতে ঘেন্না লাগে লিরিক্স - শফিকুল, ইমরান :
Vasche amar chokher jole
sukher tori tor
Valoi achis karo sathe
amay kore por
Jar kache mon niya khela
putul khela laage
Emon kaure bashi valo
vabte ghenna lage
Emon manush bashi bhalo
Bhabte ghenna lage