Chouchala Tin Ghor Lyrics by Tasrif Khan :
Chouchala Tin Ghor Song Is Sung by Tasrif Khan from Kureghor Bangla Band. Music composed by Sahariar Rafat. Amar Chouchala Tin Ghor Song Lyrics written by Hasan Mahmud.Song : Chouchala Tin Ghor
Tune & Vocal : KM Tasreef Siddiqui
Composition : Sahariar Rafat
Lyrics : Hasan Mahmud
D.O.P : Efty Evan
Edit & Color : Efty Evan
Direction : KM Tasreef Siddiqui
Chouchala Tin Ghor Song Lyrics In Bengali :
আমার চৌচালা টিন ঘরবেজায় করছে নড়বড়,
বন্ধু তুমি কোন বা দোষে করলে আমায় পর?
আমার ছোট্ট উঠান খানি
সেথায় শুন্য বাতাস জানি,
কান্দে আজও তোমার লাইগা
আমার পরাণ খানি।
আমার উথাল পাথাল মন
কয় কান্দে সারাক্ষন,
তোমার বুকে বসন্ত কাল আমার মরুবন।
আমার দুঃখ নিশিদিন
তুমি বাজাও সুখের বীণ,
তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন।
আমার চৌচালা টিন ঘর,
বেজায় করছে নড়বড়।
নদির বুকে যেমন পানা ভাইসা ভাইসা মরে,
তেমনি কইরা সারা জাহান খুঁজি যে তমারে।
আকাশ পানে যেমন চাতক কাটায় যে তার দিন,
কেমন কইরা শুধরাইবা মোর ভালবাসার ঋন?
আমার উথাল পাথাল মন
কয় কান্দে সারাক্ষন,
তোমার বুকে বসন্ত কাল আমার মরুবন।
আমার দুঃখ নিশিদিন
তুমি বাজাও সুখের বীণ,
তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন।
আমার চৌচালা টিন ঘর,
বেজায় করছে নড়বড়।
অন্ধকারে হাতরে ফিরি আজও সে হাত খানি,
কভু তুমি আসবেনা আর যদিও তা জানি।
সুখের নেশায় থাইকো বিভোর
রাইখো না আর মনে,
থাকল নাহয় একটা মানুষ কষ্টেতে নির্জনে।
আমার উথাল পাথাল মন
কয় কান্দে সারাক্ষন,
তোমার বুকে বসন্ত কাল আমার মরু বন।
আমার দুঃখ নিশিদিন
তুমি বাজাও সুখের বীণ,
তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন।
আমার চৌচালা টিন ঘর
বেজায় করছে নড়বড়।
আমার চৌচালা টিন ঘর লিরিক্স - তাসরিফ খান :
Amar Chouchala Tin Ghar
Bejay korche norbor
Bondhu tumi kon ba doshe
Korle amay por
Amar chotto uthan khani
Sethay shunno batash jani
Kande aajo tomar laiga
Amar poran khani
Amar uthal pathal mon
Koy kande sarakkhon
Tomar buke bosonto kal amar moru bon
0 Comments
Post a Comment