Sei Kalachand Node Eseche Lyrics :
Sei Kalachand Node Eseche Lalon Geeti Song Is Sung by Pousali Banerjee. Shei Kalachand Song Lyrics Written by Lalon Fokir. Song Programing, Mix & Master by Sainik. Same Song Is Sung by Tulika, Gangadhar, Ila Maa, Farida Parvin And Many Various Artists In Their Own Way.Song Name: Shei Kalachand
Singer : Pousali Banerjee
Backup voice : Madhu & Pousali
Produced by : Sainik
Recordist : Tarun (Studio Violina)
Label : SVF Devotional
Sei Kalachand Node Eseche Song Lyrics In Bengali :
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই,
বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে..
সেই কালাচাঁদ নদে এসেছে,
মরি সেই কালাচাঁদ,
সেই কালাচাঁদ নদে এসেছে।
মজবি যদি কালার পিরিতি
আগে জান গে যা তার কেমন রীতি।
প্রেম করা নয় প্রাণে মরা,
প্রেম করা নয় প্রাণে মরা
অনুমানে তা বুঝিয়েছে..
সেই কালাচাঁদ নদে এসেছে,
মরি সেই কালাচাঁদ,
সেই কালাচাঁদ নদে এসেছে।
ব্রজে ছিল জলদ কালো
রাধার প্রেম সাধনে গৌর হলো।
লালন বলে চিহ্ন কেবল,
লালন বলে চিহ্ন কেবল
দুনয়ন বাঁকা আছে..
সেই কালাচাঁদ নদে এসেছে,
মরি সেই কালাচাঁদ,
সেই কালাচাঁদ নদে এসেছে।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই,
বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে..
সেই কালাচাঁদ নদে এসেছে।
ঐ পদে কেউ রাজ্য যদিও দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়
রাধা বলে কাঁদছে এখন
তারে কতো কাঁদিয়েছে।
সেই কালাচাঁদ নদে এসেছে,
মরি সেই কালাচাঁদ,
সেই কালাচাঁদ নদে এসেছে।
সেই কালাচাঁদ নদে এসেছে লিরিক্স - লালন গীতি :
O se bajiye banshi firche sodai
Kulobotir kulnashe
Sei kala chand node esheche
Mori se kala chand node eseche
MOjbi jodi kalar piriti
Agey jaan go taar kemon riti
Prem kora noy praane mora
Anumane taa bujhiyeche
বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে..
সেই কালাচাঁদ নদে এসেছে,
মরি সেই কালাচাঁদ,
সেই কালাচাঁদ নদে এসেছে।
মজবি যদি কালার পিরিতি
আগে জান গে যা তার কেমন রীতি।
প্রেম করা নয় প্রাণে মরা,
প্রেম করা নয় প্রাণে মরা
অনুমানে তা বুঝিয়েছে..
সেই কালাচাঁদ নদে এসেছে,
মরি সেই কালাচাঁদ,
সেই কালাচাঁদ নদে এসেছে।
ব্রজে ছিল জলদ কালো
রাধার প্রেম সাধনে গৌর হলো।
লালন বলে চিহ্ন কেবল,
লালন বলে চিহ্ন কেবল
দুনয়ন বাঁকা আছে..
সেই কালাচাঁদ নদে এসেছে,
মরি সেই কালাচাঁদ,
সেই কালাচাঁদ নদে এসেছে।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই,
বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে..
সেই কালাচাঁদ নদে এসেছে।
ঐ পদে কেউ রাজ্য যদিও দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়
রাধা বলে কাঁদছে এখন
তারে কতো কাঁদিয়েছে।
সেই কালাচাঁদ নদে এসেছে,
মরি সেই কালাচাঁদ,
সেই কালাচাঁদ নদে এসেছে।
সেই কালাচাঁদ নদে এসেছে লিরিক্স - লালন গীতি :
O se bajiye banshi firche sodai
Kulobotir kulnashe
Sei kala chand node esheche
Mori se kala chand node eseche
MOjbi jodi kalar piriti
Agey jaan go taar kemon riti
Prem kora noy praane mora
Anumane taa bujhiyeche
0 Comments
Post a Comment