Porajoy Lyrics by Rehaan :
Porajoy Song Is Sung by Rehaan Bangla Song. Music composed by Dj Alvee. Ami tomay chuye thaki song Lyrics written by Mehedi Hasan Limon.Song : Porajoy
Singer : Rehaan
Lyrics : Mehedi Hasan Limon
Tune : Asif Shahriar
Music : Dj Alvee
Produced and Distributed by : Central Music and Video [CMV]
Porajoy Song Lyrics In Bengali :
আমি তোমায় ছুঁয়ে থাকিজানি তুমি আমার নয়,
হয়তো ফিরবে ভালোবাসবে
এই আশায় মন পথ চেয়ে রয়।
তুমি থাকোনা ভালো তোমার মতো
আমি একা দুঃখ পুষি যত খুশি ততো।
কাঁদে মন একা নীরবে কেউ জানেনা
বেঁচে আছি মৃত্যু হয়ে নিয়ে যন্ত্রনা,
কাঁদে মন একা নীরবে কেউ জানেনা
বেঁচে আছি মৃত হয়ে নিয়ে যন্ত্রনা।
পাথর চাপা বুকে আমার, কষ্ট হাজারো
তুমি আমি দুজন, কেউ নই আজ কারো।
আমি তোমায় ছুঁয়ে থাকি
জানি তুমি আমার নয়,
চেনা তুমি অচেনা আজ
নিয়েছি মেনে পরাজয়।
তুমি থাকোনা ভালো তোমার মতো
আমি একা দুঃখ পুষি যত খুশি ততো।
কাতর চোখে আজও আমি থাকি আশায়
চাতক পাখির মতো করে হয়ে নিরুপায়।
আমি তোমায় ছুঁয়ে থাকি
জানি তুমি আমার নয়,
হয়তো ফিরবে ভালোবাসবে
এই আশায় মন পথ চেয়ে রয়।
পরাজয় লিরিক্স - রেহান :
Ami tomay chuye thaki
Jani tumi amar noy
Hoyto phirbe valobashbe
Ei ashay mon poth cheye roy
Tumi thakona valo tomar moto
Ami eka dukkho pushi joto khushi toto
Kade mon eka nirobe keu jane na
Beche achi mrittu hoye niye jontrona
0 Comments
Post a Comment