Jabi Kothay Chere Bol Lyrics by Baundule :
Jabi Kothay Chere Bol Song Is Sung by Spandan Bhattacharya from Baundule Bengali Band. Bengali SOng Lyrics written by Partha Ghosh.Singer : Spandan Bhattacharya
Band : Baundule
Composed, mixed & mastered by : Riju (Spandan Bhattacharya)
Lyrics : Partha Ghosh
Bass Guitar : Nilesh Chakraborty
Lead Guitar : Anirban Bhattacharya
Keyboard : Saikat Sardar
Studio : Crescendo Studio
Video editing : Arup Keshri
Painting : Abhibrata
Jabi Kothay Chere Bol Song Lyrics In Bengali :
যাবি কোথায় ছেড়ে বলচারিদিকে তোর অথৈ জল
ভয় হয়, ও.. ভয় হয়।
ভেসে থাকা যাদের নয়
তাদের ডুবেই যেতে হয়
ভয় হয়, ও.. ভয় হয়।
যাবি যদি যাস রে তুই
আর কটা দিন পর
প্রেম বাদে তো এই পৃথিবীর
সবই নশ্বর..
যাবি কোথায় ছেড়ে বল
চারিদিকে তোর অথৈ জল
ভয় হয়, ও.. ভয় হয়।
ঘরের মধ্যে আরেকটা ঘর
মনের মাঝে মনের মতো,
সেখানেতো তোকে রাখি,
ভিষণ যত্নে ব্যক্তিগত..
লালন কবে বলে গেছে
এখন তার মর্ম বুঝি,
মনের মধ্যে আছে যে জন
বাইরে তাকে কোথায় খুঁজি গো..
সব খোঁজার শেষে তাই
তোর কাছেতেই পেলাম ঠাঁই
ছেড়ে দিলে কোথায় যাই
ভয় হয়..
তাই বলি মন সাথে চল
যাবি কোথায় ছেড়ে বল
চারিদিকে অথৈ জল
ভয় হয়..
0 Comments
Post a Comment