Bishonno Chimney Lyrics by Arijit Singh And Anupam Roy from Bornoporichoy Bengali Movie



Bishonno Chimney Lyrics by Arijit Singh :

Bishonno Chimney Song Is Sung by Arijit Singh from Bornoporichoy Bengali Movie. Music composed by And Bishonno Chimni Bengali Song Lyrics Written by Anupam Roy. Starring: Abir Chatterjee, Jisshu Sengupta And Priyanka Sarkar. Music Arranged & programmed by Shamik Chakravarty. Mixed and Mastering by Shomi Chatterjee.

Song : Bishonno Chimney
Movie : Bornoporichoy
Singer : Arijit Singh
Music & lyrics : Anupam Roy
Director : Mainak Bhaumik
Cinematographer : Ramyadip Saha
Edit : Sanglap Bhowmik
Label : SVF

Bishonno Chimney Song Lyrics In Bengali :

কোনো শেষ রাতের অভিমান,
ঘুম কেড়ে নেওয়া গান,
শুনিয়ে যায় আবার, সে আমায়..
আমি শূণ্যে হাত বাড়াই,
ধূসরে ছুটে যাই,
ঝরা পাতার ডাকে,
আমি ঘর ছাড়া কি তাই।

এখন কোথায় যাবো বলো?
তাকে কোথায় পাবো বলো?
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়।
এই আকাশ ক্রমশঃ ঢেকেছে,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।

এই রোদ পোড়া দেশে,
এলাম অবশেষে,
আমি ঘূর্ণি ঝড়ের চোখ খুঁজে পাই।
আমি পা টিপে হাঁটি,
যাতে না কাঁপে মাটি,
তবু চোখ খুলেছি যেই আমি অন্ধ হয়ে যাই।

এখন কোথায় যাবো বোলো?
তাকে কোথায় পাবো বোলো?
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়।
এ আকাশ ক্রমশ ঢেকেছে,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়..