Nei Hoye Acho Lyrics by Shiekh Sadi :
Nei Hoye Acho Song Is Sung by Shiekh Sadi Bangla Song Featuring Mariya Nooni. Music composed by Ahmmed Humayun. Nei Hoye Acho Tumi Ei Praane Bengali Song Lyrics written by Shomeshawr Oli.Song : Nei Hoye Acho
Singer : Shiekh Sadi
Lyrics : Shomeshawr Oli
Tune & Music : Ahmmed Humayun
Dop : BM Nazmul
Director & Edit : Sohel Raaz
Label : Central Music and Video [CMV]
Nei Hoye Acho Song Lyrics In Bengali :
তোমায় আমি পাইনা ছুঁতেআমার ব্যর্থ নাম,
তোমার হতে, হতে আমি
ফুরিয়ে গেলাম।
মুঠো খুলে দেখি, হঠাৎ তুমি নেই
আমার আকাশ নদী, ভূমি নেই।
নেই হয়ে আছো, তুমি এই প্রাণে
নেই হয়েই থাকার নেই মানে।
ঝরা পাতার বৃষ্টিতে ভিজবো বলে,
শহর ছেড়ে কিছু মাইল দূরে,
কোনো এক মফঃস্বলে।
আমি ছুটে যাই, শুধু তোমারই টানে
যত দূর চোখ যায়, যতদূর স্মৃতি যায়,
তুমি আছো সবখানে।
মুঠো খুলে দেখি, হঠাৎ তুমি নেই
আমার আকাশ নদী, ভূমি নেই।
নেই হয়ে আছো, তুমি এই প্রাণে
নেই হয়েই থাকার নেই মানে।
তোমায় আমি পাইনা ছুঁতে
আমার ব্যর্থ নাম,
তোমার হতে, হতে আমি
ফুরিয়ে গেলাম।
মুঠো খুলে দেখি, হঠাৎ তুমি নেই
আমার আকাশ নদী, ভূমি নেই।
নেই হয়ে আছো, তুমি এই প্রাণে
নেই হয়েই থাকার নেই মানে।
0 Comments
Post a Comment