Bhalo Achi by Tahsan Bangla Song



Bhalo Achi Lyrics by Tahsan :

Bhalo Achi Song Is Sung by Tahsan From Valo Achi Album. Music composed by Arup And Ami Bhalo Achi Tumi Bhalo Theko Lyrics written by Mehedi Hasan Limon.

Song : Bhalo Achi
Singer : Tahsan
Lyrics : Mehedi Hasan Limon
Tune & Music: Arup
Produced and Distributed by : Central Music and Video [CMV]

Bhalo Achi Song Lyrics In Bengali :

ভাবছি তোমায় ভুলে যাবো
আমাকে আমি গুছিয়ে নেবো।
অনেক তো হলো আর কত বলো?
অশ্রু জলে ব্যেথা লুকাবো। ও হো
আমি ভালো আছি তুমি ভালো থেকো,
আমি ভালো আছি তুমি ভালো থেকো।

ঘুম নেশাহীন চোখ আমার
মেঘ আকাশে দুঃখ রাখি,
চাঁদ লুকোনো একা রাতে
মাটিতে জলের নকশা আঁকি।
অনেক তো হলো আর কত বলো?
অশ্রু জলে ব্যেথা লুকাবো। ও হো..
আমি ভালো আছি তুমি ভালো থেকো,
আমি ভালো আছি তুমি ভালো থেকো।

চুপ বোকা মন, যায় কেঁদে যায়
সব চোখের আড়ালে থেকে যায়,
নিয়ম করে, সুখবর আসে
তাও চলে যায় ভুল ঠিকানায়।
অনেক তো হলো আর কত বলো?
অশ্রু জলে ব্যেথা লুকাবো। ও হো ..
আমি ভালো আছি তুমি ভালো থেকো,
আমি ভালো আছি তুমি ভালো থেকো।

আমি ভালো আছি লিরিক্স - তাহসান :
Bhabchi tomay bhule jabo
Amake ami guchiye nebo
Onek to holo aar koto bolo
Ashru jole betha lukabo
Ami bhalo achi tumi bhalo theko
Ami valo achi tumi valo theko
Ghum neshaheen chokh amar
Megh akashe dukkho rakhi
Chand lukano eka raate
Matite joler noksha anki