Rainy Day Bengali Quotes Sms Status :
Rainy Day Special Bengali Quotes, Sms, Message And Social Media Whatsapp, Facebook, Instagram, Twitter Status. Bangla Bristi, Borshakal Kobita and Rain Sms. Here are Some Interesting Collections of Bangla Romantic Quotes And Monsoon Special Bengali Status Compilations. The Rainy Season from July to the end of September. Send the Brishti Message and Enjoy the Rainy Season With Your Friends.বৃষ্টি নামলে শহর ভেজে
ভিজতে পারিনা আমি,
শরীর ভেজানো ভীষণ সহজ
মন ভেজানো দামী।
আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি
তোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম।
আজ বৃষ্টি এলে
নীল আকাশ মেঘলা হলে
নামবে হয়তো বৃষ্টি,
আমার কথা পড়লে মনে
জানলায় রেখো দৃষ্টি।
টিপ টিপ বৃষ্টি পড়ছে অঝোরে
আজ সারাদিন ধরে,
বিষন্ন ভাবনায় কাটেনা সময়
শুধু তোকে মনে পড়ে।
এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি
সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে
মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হঠাৎ কান্না পেলে।
যদি মন কাঁদে তুমি চলে এসো,
এক বরষায়
যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি।
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাঁটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে।
আকাশের মেঘ আজ মেলেছে ডানা
ছুঁয়ে গেছে তোর ওই নীল সীমানা,
বৃষ্টিতে ভিজে গেছে আজ সারাটা শহর
বড়ো ভালোই কাটছে আমার
এই বৃষ্টির প্রতিটি প্রহর।
কোনো এক বর্ষার দুপুর বেলায়
যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা
কদম ফুল নিয়ে তোমার দুয়ারে,
হাত বাড়িয়ে বলবো ভুলিনি তোমাকে।
বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল
বৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের সুর।
বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস, তোমায় ছুঁতে বারণ।
রিমঝিম বৃষ্টির মাঝে বন্ধু তোমায় খুঁজি
মন চায় দুইজন মিলে এক সাথে ভিজি,
তুমি গাইবে গান আর আমি দেবো সুর
দুজন মিলে বৃষ্টির সাথে হারিয়ে যাবো বহুদূর।
0 Comments
Post a Comment