Pagol Mon Lyrics from Password

Pagol Mon Mon Re Bengali Song Lyrics written by Linkon. Pagol Mon Song Is Sung by Ashok Singh from Password Bangla Movie. Starring: Shakib Khan And Bubly. Music composed by Linkon.

Movie : Password
Song : Pagol Mon
Singer : Ashok Singh
Music : Linkon
Lyrics : Linkon
Director : Malek Afsary
Produced by : SK Films


Pagol Mon Song Lyrics In Bengali

কি করে বলি বল, আমার  সাথে চল
এ বুকের সুরে আরও বেশি করে তুই।
আরও আরও টানে, যে কথা এ মনে
চুপি চুপি তোকে বলা অনেক কিছুই।

ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।

কাছাকাছি এলে পরে
কি যে হয় এই মনে বলা যায়না,
আলতো করে খুব গভীরে
রেখে দিতে চাই তোকে যেতে দেবো না।

ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।

তোকে ছাড়া ভাল্লাগে না
কিছু আবেগের পরে তোকে মেলে।
জমলো এ মন তোরই যখন
সব ফেলে চলে এলি আমার কোলে।

ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।