Jole Bhasha Phool Song Is Sung by Hridoy Khan And Anika from Nolok Bangla Movie 2019. Featuring: Shakib Khan And Bobby. Tui Jibone Amar Shudhu Jole Bhasha Phul Bengali Song Lyrics written by S.A Haque Alik.
Song : Jole Bhasha Phool
Movie : Nolok
Singer : Hridoy Khan & Tasnim Anika
Music : Hridoy Khan
Lyrics : S.A Haque Alik
Director : Sakib Sonet & Team
Story, Dialogue & Script : Ferari Farhad
Choreographer : Sumon Rahman
Production House: Be Happy Entertainment
Label : Bobstar Films
আমাকে করেছে ব্যাকুল।
কেড়ে তো নিয়েছে রাতেরই ঘুম,
আমিতো হয়েছি পাগল।
জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দু'জনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।
কবো না তো কথা,
দেবো না তো ব্যথা,
হোক না হোক লুকোচুরি।
তোরই তো সাথে আজ,
জাগবো সারারাত,
হোক না তো বাড়াবাড়ি।
কবো না তো কথা,
দেবো না তো ব্যথা,
হোক না হোক লুকোচুরি।
তোরই তো সাথে আজ,
জেগে রবো সারারাত,
হোক না তো বাড়াবাড়ি।
জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দু'জনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।
যাবো না তো দূরে,
রবো না তো ঘরে,
থাক না থাক জোরাজুরি।
আমারই হাতে হাত
যতনে ধরে রাখ,
হোক না তো জানাজানি।
জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দুজনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।
তুই ছাড়া প্রেম ভালোতো লাগেনা,
তুই ছাড়া প্রেম।
Song : Jole Bhasha Phool
Movie : Nolok
Singer : Hridoy Khan & Tasnim Anika
Music : Hridoy Khan
Lyrics : S.A Haque Alik
Director : Sakib Sonet & Team
Story, Dialogue & Script : Ferari Farhad
Choreographer : Sumon Rahman
Production House: Be Happy Entertainment
Label : Bobstar Films
Jole Bhasha Phool Song Lyrics In Bengali :
কতটা মায়া তোর দুটি চোখে,আমাকে করেছে ব্যাকুল।
কেড়ে তো নিয়েছে রাতেরই ঘুম,
আমিতো হয়েছি পাগল।
জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দু'জনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।
কবো না তো কথা,
দেবো না তো ব্যথা,
হোক না হোক লুকোচুরি।
তোরই তো সাথে আজ,
জাগবো সারারাত,
হোক না তো বাড়াবাড়ি।
কবো না তো কথা,
দেবো না তো ব্যথা,
হোক না হোক লুকোচুরি।
তোরই তো সাথে আজ,
জেগে রবো সারারাত,
হোক না তো বাড়াবাড়ি।
জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দু'জনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।
যাবো না তো দূরে,
রবো না তো ঘরে,
থাক না থাক জোরাজুরি।
আমারই হাতে হাত
যতনে ধরে রাখ,
হোক না তো জানাজানি।
জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দুজনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।
তুই ছাড়া প্রেম ভালোতো লাগেনা,
তুই ছাড়া প্রেম।
0 Comments
Post a Comment