Dewali Pee Song Lyrics by Rupam Islam from Fossils 6 Bengali Album



Dewali Pee Lyrics by Rupam Islam :

Dewali Pee Lyrics by Rupam Islam from Fossils 6 Bengali Album. Arranged & Performed by Fossils Bangla Band. Video Song Directed by Kheya Chattopadhyay And Aditya Sengupta. Music Recorded, Mixed & Mastered by Miti Adhikari. Recording & Mixing Assistant by Prasenjit Chakrabutty.

Song : Dewali Pee
Arranged & Performed by : Fossils
Written & Composed by : Rupam Islam
Backing Vocals (Kids) : Ayin, Rup
Produced by : Miti Adhikari, Fossils
Directed by: Kheya Chattopadhyay & Aditya Sengupta
DOP : Vikram Banerjee
Editor : Aditya Sengupta

Dewali Pee Song Lyrics In Bengali :

বাজির মতোই পেচ্ছাপ বেরোচ্ছে ছুটে
বার্বিকিউতে চিড়বিড় শব্দ হয়,
শাবাশি দিচ্ছে বোহেমিয়ানের আদি পিতা
আগুন ভিজিয়ে জ্বালাতে বলছে প্রত্যয়,
প্রত্যয়, প্রত্যয়, প্রত্যয়..

শিশুর সরলে তরল অনর্গল আমার
হুটহাট পথঘাটে আমি ঘুরে দাঁড়াই,
মেপে নিই যদি মাপে কোনও উদ্ধত নজর
গোটা জীবনেই ফুটপাথে দাঁড়িয়ে লড়াই,
লড়াই, লড়াই...

পেছনে দাঁড়িয়ে ওস্কায় ভবঘুরে পিতা
কাউবয় হ্যাট, ‘ডক মার্টিন’ জুতো
আমার ছেলেটা মিনমিনে, গোবেচারা হবে?
আমি হেঁটে গেলে গোবর জলে উঠোন ধুতো।

যারা উঁচু জাত, তাদের দেওয়ালে দিই মুতে।
এইটুকু বলে বাবা ছাইগাদা তাগ করে
টান মেরে খোলে ছেঁড়াফাটা জিন্সের জ়িপার
উপত্যকায় চাপা যন্ত্রণা ভাগ করে..

Yippie, Yippie দেওয়ালি Pee
নেই রং নেই তুলির শিলালিপি
খোঁজো আমায়, আমি রেডি, লুকিয়েছি
অপমানের সব ঋণ চুকিয়েছি
Yippie!

আমরা আসলে যন্ত্রণা প্রজাতির ছেলে
আমাদের পথে পথে ভাঙা কাচ পড়ে থাকে,
তার মধ্যেও শুকনো গোলাপ খুঁজে পেলে
থমকে দাঁড়াই মহানিয়তির কোনও বাঁকে।

বাবা, ডান হাত নিবিড় করে ধরো আমার
ভয় দেখাচ্ছে কার্ট কোবেনের পোড়ো বাড়ি,
আউটহাউসে ফের গুলির শব্দ শুনে
ফস্কে যাচ্ছে প্রজন্মের স্যাংচুয়ারি।

আমাদের পথে নক্ষত্রের হাড়গোড়ে
আজও ধোঁয়া ওঠে কুয়াশায় ভেজা শীতকালে,
বাবা আর ছেলে হেঁটে যায় সিটবেল্ট খুলে
হাতের আড়ালে নিষিদ্ধ সিগারেট জ্বালে,
সিগারেট জ্বালে।

হিসি পেলে ওরা খুশি হয়ে ব্রেক নেবে জানি
কেয়ার-ফ্রি হয়ে দেওয়াল-Pee-এর মজা লুটে,
ওরা ধুয়ে দেবে ফেসবুক ভরা শয়তানি
নরক ভেঙিয়ে সড়ক ডিঙিয়ে যাবে ছুটে..

আমি মারা গেলে বাবা তুলে নিক মৃতদেহ
যেমন একদিন আমি তার মৃতদেহ কাঁধে,
রাস্তায় নেমে রুমালে বেঁধেছিলাম মাথা
যেন যন্ত্রণা কষে ব্যান্ডেজখানি বাঁধে,
ব্যান্ডেজ বাঁধে।

দুই মৃতদেহ পটি-পেচ্ছাপ মাখামাখি
হয়ে পড়ে থাক, বাবা আর ছেলে পাশাপাশি,
দেওয়ালির বাজি-সম আমাদের পেচ্ছাপে
সাদা ফেনা কেটে খেলা করে অভিশাপ রাশি।

মহাকাল আর মহাকালী ঠিকই জুতে যাবে
পরে নেবে ওরা মরা কার্ট কোবেনের জুতো,
সফর থামিয়ে আমরা ফের জিরিয়ে নেবো
ফের অশালীন দেওয়াল রং করার ছুতো।

এই পেচ্ছাপে শনি সংকেত ছাপা আছে
ওই পেচ্ছাপ হাসে তোর সাবানের স্বাদে,
বাবা আর ছেলে, আমরা দু’জন পাশাপাশি
ছাইগাদা দেগে শেষবার হিসু, আহ্লাদে।

এইটুকু বলে বাবা ছাইগাদা তাগ করে
টান মেরে খোলে ছেঁড়াফাটা জিন্সের জ়িপার
উপত্যকায় চাপা যন্ত্রণা ত্যাগ করে...

Yippie, Yippie দেওয়ালি Pee
নেই রং নেই তুলির শিলালিপি,
খোঁজো আমায়, আমি রেডি, লুকিয়েছি
অপমানের সব ঋণ চুকিয়েছি..

Yippie Yippee দেওয়ালি pee
নেই কথা নেই সুরের স্বরলিপি,
খোঁজো আমায়, অলরেডি লুকিয়েছি
বেঁচে থাকার সব ঋণ চুকিয়েছি
Yippie, Yippie!

Yippie, Yippie Dewali Pee
Nei rong nei tulir shilalipi
Khojo amay ami ready lukiyechi
Opomaner shob reen chukiyechi, Yippie!