Tumi Koi Lyrics by Shiekh Sadi

Tumi Koi Lyrics is written by Sharukh, Farhan And Shiekh Sadi. Music Mixing And Mastering by Mahmudul Hasan Romance.

Song Name : Tumi Koi Tumi nai
Singer : Shiekh Sadi
Tune : Sharukh Hossain & Shohag Farhan
Lyrics : Sharukh, Farhan, Shiekh Sadi
Music : Sharukh Hossain
Direction : Als Shawon
Concept & Producer : Shiekh Sadi



Tumi Koi Song Lyrics In Bengali

চুপি চুপি মনের মাঝে,
দোলা দিয়ে তুমি যাও।
ঘুমের ঘোরে তোমায় দেখি,
ঘুম ভাঙলে তুমি নাই।

তুমি কই, তুমি নাই, আমি তোমাকে চাই।
বারেবার শতবার, আমি তোমাকে চাই।

বিভোর থাকি তোমার প্রেমে,
নেই কোন হারানোর ভয়।
দূরে যত থাকো তুমি,
ভালোবাসা বেড়ে যায়।

তোমায় ভেবে, ভেবে ভেবে
সময় আমার কেটে যায়।
তুমি আমার, শুধু আমার,
যেনে রাখো তুমি তাই।

তুমি কই, তুমি নাই, আমি তোমাকে চাই।
বারেবার শতবার, আমি তোমাকে চাই।

তুমি যদি ভেবে থাকো
তোমার পাশে আমি নাই,
আধো আলো হয়ে তোমার পাশে
জায়গা করে নিতে চাই।

তুমি কই, তুমি নাই, আমি তোমাকে চাই।
বারেবার শতবার, আমি তোমাকে চাই।