Rong Pencil Lyrics by Minar Rahman

Rong Pencil Lyrics is written by Omar Faruk. Unexpected Surprise Bangla Natok Directed by Mahmudur Rahman Hime.

Song : Rong Pencil
Singer : Minar Rahman
Lyrics : Omar Faruk
Tune & Music : Amit Chattarjee
Story & Direction : Mahmudur Rahman Hime
D.O.P : Shafiqul Alam Shanat
Edit & Color : Towfiqul Islam
Label: Dhruba Music Station



Rong Pencil Song Lyrics In Bengali

জানি রাখতে পারবোনা,
জানি থাকতে পারবো না,
তোর খুব কাছাকাছি।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা,
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে, যদি তুই ক্ষয়ে যাস।

আকাশটাও বলে আবোল-তাবোল
ঠিক যেন টোরি মতো।
তবুও আমি হারায় নিজেকে
থাকুক অনিশ্চয়তা যতো।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা,
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে,
যদি তুই ক্ষয়ে যাস।

রোদ গুলো ঠিক বোঝে আমাকে
তুই রোদ হলে খোতি কি বল?
ভালোলাগা গুলো নিয়ে সব
মনের ক্যানভাস রাঙাই চল।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা,
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে,
যদি তুই ক্ষয়ে যাস।