Keno Tare Bhalobashilam Lyrics
Keno Tare Valobashilam Bengali Song Lyrics written by Baul Salam. Starring: Aaron. Keno Tare Bhalobashilam Folk Song Is Sung by Helal And Music composed by Habib Wahid.Song : Keno Tare Bhalobashilam
Singer : Helal
Music : Habib Wahid
Lyrics & Tune : Baul Salam
Video Production : HW Productions
Color : Faisal Mahmud
Keno Tare Bhalobashilam Song Lyrics In Bengali :
কেন তারে ভালবাসিলাম..জীবনে কি ভুল করিলাম রে দয়াল,
জীবনে কি ভুল করিলাম।
কেন তারে ভালবাসিলাম রে দয়াল,
কেন তারে ভালবাসিলাম..
জীবনে কি ভুল করিলাম রে দয়াল,
জীবনে কি ভুল করিলাম।
করি আমি যার কামনা
সে তো আমায় পাইতে চায় না রে,
আরে ও দয়াল রে।
উলু বনে মুক্তা ছড়াইলাম রে দয়াল,
উলু বনে মুক্তা ছড়াইলাম..
জীবনে কি ভুল করিলাম রে দয়াল,
জীবনে কি ভুল করিলাম।
তার কারনে পাগল মনটা
হৃদয় মাঝে বাজে ঘন্টা রে,
আরে ও দয়াল রে।
কেন যে তার আশায় থাকিলাম রে দয়াল,
কেন যে তার আশায় থাকিলাম..
জীবনে কি ভুল করিলাম রে দয়াল,
জীবনে কি ভুল করিলাম।
দিতে গিয়ে ভুলের মাশুল..
আমি সে উদাসী বাউল রে,
আরে ও দয়াল রে।
পাগল পাড়ায় থাকে তোর সালাম রে দয়াল,
পাগল পাড়ায় ঘুরে তোর সালাম..
জীবনে কি ভুল করিলাম রে দয়াল,
জীবনে কি ভুল করিলাম।
কেন তারে ভালবাসিলাম রে দয়াল,
কেন তারে ভালবাসিলাম..
জীবনে কি ভুল করিলাম রে দয়াল,
জীবনে কি ভুল করিলাম।
0 Comments
Post a Comment