Tomar Kachei Thak Song Is Sung by Shawon Gaanwala from Kotha Deya Chilo Bangla Natok. Starring: Tahsan Khan And Nusrat Imroze Tisha. Music composed by Ahmmed Humayun And Bengali Song Lyrics written by Shomeswar Oli.
Drama : Kotha Deya Chilo
Song : Tomar Kachei Thak
Singer : Shawon Gaanwala
Tune & Music : Ahmmed Humayun
Lyrics : Shomeswar Oli
Director : Mizanur Rahman Aryan
না পেলেই বুঝি আরও বেশি ভালো হয়।
কথা নেই, বলো কি যে দেবো,
এ আঁধার সামলে নেবো।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
মুছে যাওয়া কথা, জেগে আছে ফুলে ফুলে।
ব্যথা লেগে হাওয়া কেঁপে উঠে দুলে দুলে।
কিছু কিছু বিকেলে চোখ ভিজে গেলে,
এভাবেই যেন হাওয়া বয়।
কথা নেই, বলো কি যে দেবো,
এ আঁধার সামলে নেবো।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
একবার পেলে, বারে বারে হারানোর ভয়
না পেলেই বুঝি আরও বেশি ভালো হয়।
কথা নেই, বলো কি দেবো,
এ আঁধার সামলে নেবো।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
Drama : Kotha Deya Chilo
Song : Tomar Kachei Thak
Singer : Shawon Gaanwala
Tune & Music : Ahmmed Humayun
Lyrics : Shomeswar Oli
Director : Mizanur Rahman Aryan
Tomar Kachei Thak Song Lyrics In Bengali
একবার পেলে, বারে বারে হারানোর ভয়না পেলেই বুঝি আরও বেশি ভালো হয়।
কথা নেই, বলো কি যে দেবো,
এ আঁধার সামলে নেবো।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
মুছে যাওয়া কথা, জেগে আছে ফুলে ফুলে।
ব্যথা লেগে হাওয়া কেঁপে উঠে দুলে দুলে।
কিছু কিছু বিকেলে চোখ ভিজে গেলে,
এভাবেই যেন হাওয়া বয়।
কথা নেই, বলো কি যে দেবো,
এ আঁধার সামলে নেবো।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
একবার পেলে, বারে বারে হারানোর ভয়
না পেলেই বুঝি আরও বেশি ভালো হয়।
কথা নেই, বলো কি দেবো,
এ আঁধার সামলে নেবো।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক যা কিছু আমার নয়।
0 Comments
Post a Comment