Shobai Chup Lyrics by Sahana Bajpaie
Shobai Chup Song is Sung by Sahana Bajpaie from Konttho Bengali Movie. Starring: Shiboprosad Mukherjee And Paoli Dam. Music composed by Prasen And Sobai Chup Bengali Song Lyrics written by Dipangshu Acharya. Kontho Bangla Movie Story Written by Nandita RoyMovie : Konttho - The sound of silence
Singer : Sahana Bajpaie
Composition : Prasen
Lyrics : Dipangshu Acharya
Programming : Rudraneel Chowdhury
Mixing and Mastering : Tito
Directed by : Nandita Roy & shiboprosad mukhopadhyay
DOP : Shubhankar Bhar
Label : WINDOWS
Shobai Chup Song Lyrics In Bengali
আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে,জীবন কথা বলে, সবাই চুপ।
আমার হাঁটু জলে, স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে, সবাই চুপ।
আমার কাঁধে রাখা, চিবুক মেঘে ঢাকা,
এ মায়া কার আঁকা, কি অপরূপ।
সে খুব ভবঘুরে, সাজায় বহুদুরে,
আলেয়া জুড়ে জুড়ে, আলোর স্তূপ।
আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে, বাকিরা চুপ।
জামিনী হলো যেই, কারোর দেখা নেই,
এতো শীতল এই শ্বেত পাথর।
বাতিল নীপবনে, কে কার কথা শোনে,
তোমায় মনে মনে পাঠাই ভোর।
ঘুমের শিরা কেটে, বানানো সিলুয়েটে,
নীরবে যায় হেঁটে জোনাকি চোর।
জামিনী হলো যেই, কারোর দেখা নেই,
এতো শীতল এই শ্বেত পাথর।
আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে, সবাই চুপ।
0 Comments
Post a Comment