Tumi Jano Nare Priyo Lyrics

Tumi Jano Nare Priyo Song Is Sung by Shaheb Debnath. This Popular Folk Song is Sung by Arko Mukhaerjee, Pritam Kumar Chandra And Many Various Artists. Tumi Jano Na Re Priyo Loko Gaan Song Lyrics written by Bijoy Sarkar. Starring: Suvendu Bhattacharya And Debadrita dutta.

Song : Tumi Jano Nare Priyo
Singer : Shaheb Debnath
Lyrics : Bijoy Sarkar
Arrengement amd mix mastering : Sounak das
Story : Megh & Shaheb
Cinematography : Megh,Dip
Sponsored By :  Parimal production
Label : Folk Studio Bangla

Tumi Jano Nare Priyo Song Lyrics In Bengali

তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার মন মানো না।

ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু-মন্দ বায়ু বয়
ফুলবনে পুলকেরও আল্পনা,
ফুলবনে পুলকেরও আল্পনা।
আবার মধুরও মাধবী রাতে, বধুয়া তোমারি সাথে
করেছিলাম মধু নিশি যাপনা।
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

চলে গেলে আমায় ফেলে,
কি আগুনে বুকে জ্বেলে,
একদিনও দেখিতে বন্ধু এলে না,
একদিনও দেখিতে বন্ধু এলে না।

তোমায় পেলে দুঃখের কুটিরে,
দেখাইতাম বক্ষ চিরে,
বুকের ব্যাথা মুখে বলা চলে না।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

কাষ্ঠ-যোগে দাবানল,
জ্বালায় পোড়ায় বন জঙ্গল
মন পোড়ানোর আগুন বন্ধু তাহা না।
কত বিরহীর অন্তর তলে,
বিনা কাষ্ঠে আগুন জ্বলে,
জলে গেলে আগুণ বন্ধু নেভে না।
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

ওরে আমি খুঁজিয়া জনম জনম,
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে,
বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা,
বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা।
পাগল বিজয় বলে চিত্ত চোর,
আসবে কি জীবনে মোর,
বুকে রইলো আশা ভরা বাসনা।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।