Tor Naamer Icchera Lyrics by Imran Mahmudul

Song : Tor Naamer Icchera
Vocal, Music & Tune : Imran Mahmudul
Lyrics : Robiul Islam Jibon
Directed by : Taneem Rahman Angshu
Cinematographer : Rafiqul Islam
Label : Gaanchill Music

Tor Naamer Icchera Lyrics In Bengali :

তোর নামের ইচ্ছেরা খুব জ্বালালো
দিশেহারা স্বপ্নরা ঘর পালালো।
এক পথ আলো নেই, বোকা মন ভালো নেই
ডুবে যাই শুধু তোর শূন্যতায়।

এই বাড়িয়ে রাখা হাতটা আমার,
একবার ছুঁতে আয়।

ঘুম ভাঙিয়ে,
মন রাঙিয়ে কারো দূরে থাকিস
তোর অভাবে,
ভুল সভাবে সে খবর রাখিস।
স্মৃতির শহরে, থাকি কি করে
সব আলো যায় নিভে যায়..

এই বাড়িয়ে রাখা হাতটা আমার,
একবার ছুঁতে আয়।

খুব খেয়ালে,
মন দেয়ালে যে তুই দিনে রাতে
দে জানিয়ে,
নে মানিয়ে আমায় তোরই সাথে।
বলনা এভাবে, বাঁচি কি ভাবে?
মন তোকে ফিরে পেতে চায়..

এই বাড়িয়ে রাখা হাতটা আমার,
একবার ছুঁতে আয়।