Era Sukher Lagi Lyrics by Iman Chakraborty :

Era Sukher Lagi Rabindra Sangeet Is Sung by Iman Chakraborty from Sweater bengali Movie 2019. Starring: Ishaa Saha, Sourav Das, Sudiptaa Chakraborty, Kharaj Mukherjee, Sreelekha, June. Era Sukher Lagi Chahe Prem Bengali Song Lyrics written by Rabindranath Thakur. Music Arrangement And Programming by Ranajoy Bhattacharjee, Mixing and Mastering by Anirban Ganguly.

Song : Era Sukher Lagi
Movie : Sweater
Singer : Iman Chakraborty
Lyrics : Rabindranath Tagore
Directed by : Shieladitya Moulik
Produced by : Prateek Chakravorty, Soumya Sarkar, Animesh Ganguly
Label : PSS Entertainments

Era Sukher Lagi Lyrics In Bengali :

এরা সুখের লাগি চাহে প্রেম,
প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা,
এরা সুখের লাগি চাহে প্রেম,
প্রেম মেলে না।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা,
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।

তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
ও তাই মান অভিমান, তাই এত হায় হায়।
প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়,
প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়।
সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা,
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।

সখী চলো, গেল নিশি স্বপন ফুরালো,
মিছে আর কেন বলো, মিছে আর কেন বলো।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল, সখী চলো।
প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান,
প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল,
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।
সখী চলো।

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা,
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।