Ondhokar Lyrics by Arman Alif :
Ondhokar Song Is Sung by Arman Alif Bangla Song 2019. Starring: Supto And Nafisa Nupur. Music composed by Musfiq Litu, TUne by Avi Akash And Andhokar Bangla Song Lyrics written by Ahmed Risvy. This Broken Love Sad video Song Directed by Abul Hussain Mahmud.Song : Ondhokar
Singer : Arman Alif
Lyrics : Ahmed Risvy
Tune : Avi Akash
Music : Musfiq Litu
Direction : Abul Hussain Mahmud
Dop:Forhad Hussain
Production : Visualized
Label : Soundtek
Ondhokar Lyrics In Bengali :
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
তোর ভালোবাসার মিথ্যে আশা,
ঝরলো চোখে জল,
হৃদয়হীনা তোর মনে কি
ছিলোই শুধু ছল।
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
বকুল ফুলের মালা গেঁথে
তুই পরায় দিতি হাতে।
বোলতি আমার সারাজীবন
থাকবে আমার সাথে।
কত চিঠি লিখতি আমায়
তুই বলতি কত কথা,
একদিনও না দেখলে আমায়
পাইতি মনে ব্যথা।
আমি এখন কেমন আছি
তুই রাখিস না খবর,
নিজের হাতেই দিলিরে তুই
প্রেমেরই কবর।
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
পড়ার ঘরের জানলা খুলে
তুই থাকতি আমার আশায়,
একটু যদি সময় যেত
জল আসতো চোখের পাতায়।
জ্যোৎস্না রাতে কাটতো প্রহর
তোর কোলে মাথা রেখে,
সময়গুলো ফুরিয়ে যেত
আকাশের তারা দেখে।
আমার মনের ফুলদানীতে
শুধুই কাঁটার বাস,
আমি নাকি আমার চোখের জল
বল তুই কোনটা চাস ?
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
Tor ek kotha tei jibon jure
Namlo ondhokar
Buker bhetor ekhon amar
Shudhui hahakar
Tor bhalobasar mithye asha
Jhorlo chokhe jol
Hridoyhina tor mone ki
chiloi shudhu chol.
Amar akash kalo kore
Tui badhli sukher ghor
Onno manush korli apon
Amay korli por.
Bokul fuler mala gethe
TUi poray diiti haate
Bolti amay sarajibon
Thakbe amar sathe
Koto chithi likhti amay
Tui bolti koto kotha
Ekdino na dekhle amay
Paiti mone beytha
Ami ekhon kemon achi
Tui rakhis na khobor
Nijer haatei dilire tui
Premeri kobor.
0 Comments
Post a Comment