Hothaat Lyrics by Balam :
Hothaat Song Is Sung by Balam Bangla song 2019 featuring: Suzena. Hotath Bengali Song Lyrics written by Tahsan And Music Arranged by Apeiruss. Video song directed by Vaskar And Parag. Director Of Photography by Nazmul Hasan. Guest appearance : Faabian, Towfique Ahmed, Adit Rahman, Protic Hasan, Pritom Hasan, Rakib Hasan Rahul, Tasnim Anika.
Singer : Balam
Lyrics : Tahsan
Music Arrangement : Apeiruss
Music Video Directed by : Vaskar & Parag
An Ole Entertainment Production
Label : THE INDUSTRY
Hothaat Lyrics In Bengali :
ভেজা ভেজা অনুরনে, এক পেয়ালা সমুদ্রহঠাৎ চেয়ে দেখি তুমি।
প্রথম দেখায় প্রেম, চোখে চোখে চুম্বন
ঘড়ির কাঁটা ফেলে ফিরে যাও।
নীল রঙে হাটছো তুমি,
জোয়ারে ডাকছি যে আমি,
লোনা জলের মায়ায় ডুবতে ডুবতে প্রেম।
স্রোতের ভাষায় প্রেম, শেখাবো তোমায়
লোনা জলের মায়ায় ডুবতে ডুবতে প্রেম।
সাগরে হারিয়ে যাই,
তোমার আলতো ছোঁয়ায়,
আবারো যদি দেখা হয়ে যায়,
ফিরে কি আসবে সেই মায়ায়।
হাজারও তারার ভিড়েতে,
চেনা মোহনায় জলকণা,
তোমারই ছোঁয়ায় মিলিয়ে যায়,
ধোঁয়া ধোঁয়া বেদনা।
সাগরে হারিয়ে যাই,
তোমার আলতো ছোঁয়ায়,
আবারো যদি দেখা হয়ে যায়,
ফিরে কি আসবে সেই মায়ায়।
জলে প্রভাতের স্নিগ্ধতা,
সমুদ্রে ফিরে এলো,
এই স্রোতধারা আমার, আমার নয়।
শেষ দেখাতে এখন প্রেম,
অলিখিত আক্ষেপ,
বিধাতার দেয়ালে দূরে, দূরে থাকা।
জীবনের মোড় ঘুরে আমি,
ছিটকে পড়া দূরে তুমি,
আপন কক্ষপথে ঘুরছি যেন আমি।
জীবনের মোড় ঘুরে আমি,
ছিটকে পড়া দূরে তুমি,
আপন কক্ষপথে ঘুরছি তুমি-আমি।
সাগরে হারিয়ে যাই,
তোমার আলতো ছোঁয়ায়,
আবারো যদি দেখা হয়ে যায়,
ফিরে কি আসবে সেই মায়ায়।
Veja veja anurone ek peyala somudra
Hotath cheye dekhi tumi
Prothom dekhay prem chokhe chokhe chumbon
Ghorir kanta fele phire jao
Neel ronge hatcho tumi
Joware dakchi je ami
Lona joler mayay dubte dubte prem
Shroter vashay prem sekhabo tomay
Lona joler mayay dubte dubte prem
Sagore hariye jai tomar alto choway
Abaro jodi dekha hoye jaay
Fire ki ashbe se mayay
Hajaro tarar bhire chena mohonay jolkona
Tomari choway miliye jaay
Dhowa dhowa bedona
0 Comments
Post a Comment