Alingone Lyrics by Habib Wahid :
Alingone Song Is Sung by Habib Wahid Bangla Song 2019 Featuring: Muna Gauchan. Alingone Bengali Lyrics written by Ratim Mir And Music composd by Habib Wahid. Video Song Directed by Aron Ashokkumar. Story by Ratim Mir And Edited by Tajul Islam.
Singer : Habib Wahid
Tune & Music : Habib Wahid
Lyrics : Ratim Mir
Direction & Cinematography : Aron Ashokkumar
Story : Ratim Mir
Producer : Habib Wahid
Alingone Lyrics :
নীল জোছনায় যাই মিশে যাই,তোমার কপল ছোঁবো বলে।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে। (x2)
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে, মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আঁচলে।
যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতারা হয়ে দেই দেখা।
তোমায় ঘিরে আমার স্বপ্ন মিছিল,
কি করে ভাবো তুমি একা ?
যে চোখে আমায় তুমি করেছো পাগল,
প্রেম মেখে যাই তার কাজলে।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে, মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আঁচলে।
ঘোর লাগা কোন এক প্রহরে,
মনে গেঁথে গেছে তোমার মায়া।
খরতাপে পোড়া এ শহরে,
পাশে আছি হয়ে শীতল ছায়া।
হাসিতে জ্বেলেছো বুকে প্রেমেরই অনল,
পুড়ে যাই সুখে সেই অনলে।
বৃষ্টি হয়ে নামি তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে, মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আচলে। (x2)
আলিঙ্গনে লিরিক্স হাবিব ওয়াহিদ :
Neel jochonay jai mishi jai
Tomar kopol chobo bole
Dokhin haway jai veshe jai
Tomar chule urbo bole
Bristi hoye naami tomar uthone ami
Tomar sathe vijbo bole
Tomar alingone mishe jete ami
Kaukaaj hoi tomar achole
Jokhon dheke jaay nil
Sondhyatara hoye dekha dei
Tomay ghire amar shopno michil
Ki kore vabo tumi eka ?
Je choke amay tumi korecho pagol
Prem mekhe jai tar kajole
Ghor laga kono ek prohore
Mone gethe geche tomar maya
Khorotaape pora e shohor
Pashe achi hoye shitol chaya
Hasite jelecho buke premeri onol
Pure jai sukhe sei onole
0 Comments
Post a Comment