Hazar Bochor Lyrics from Tritio Adhyay :
Hazar Bochor Lyrics In Bengali Written by Arin. The Song Is Sung by Papon And Meghna Mishra. Starring: Abir Chatterjee, Paoli Dam, Sourav Das, Arunima And Abhijit Roy. Music composed by And Hajar Bochor Bengali Song Lyrics written by Arin.Movie : Tritio Adhyay
Song : Hazar Bochor
Singer : Papon & Meghna Mishra
Lyrics & Composition : Arin Prosenjit Das
Story, Script, Direction : Manoj A. Michigan
DOP: Supriyo Dutta
Producer: Vivek Rungta & Raghavendra Rungta
Label : Times Music Bangla
Hazar Bochor Lyrics :
কাছে এসে আমায়এঁকে দিলি ঠোঁটে সুখ
টুপটাপ আদরে, ইচ্ছেরা
থাকে না চুপ ।
মিশে যাক তোর আমার
ঘামে আঁকা আঁকিবুকি
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই
হাজার বছর শুধু তোকে চাই ।
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই,
হাজার বছর শুধু তোকে চাই ।
বারেবারে কাছে আসা,
তোর আদরে সাজবো বলে
কাছে আসা ।
রঙে মিলেমিশে যাওয়া,
তোর ঐ চোখের কাজল হয়ে
মিশে যাওয়া ।
যাচ্ছি হারিয়ে, তোর উষ্ণতা জড়িয়ে
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই,
হাজার বছর শুধু তোকে চাই ।
আজও কত কথা আছে বাকি
বলা হয়নি যে ।
নীরবতায় বইছে হাওয়া,
পাল তুলে দে ।
ছেঁড়া স্মৃতি ধুলো মাখা হলেও
আজও খুঁজি নানা অজুহাতে ।
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই ।
হাজার বছর শুধু তোকে চাই ।
Kache eshe amay
Enke dili thote sukh
Tuptap adorey ichhera Thake na chup
Mishe jak tor amar
Ghame anka ankibuki
Aaj tor sathe briddho hote chai
Hazar Bochor shudhu toke chai
Bare bare kache asha
tor adore sajbo bole kache asha
Tor oi chokher kajol hoye mishe jaowa
Jacchi hariye tor ushnota joriye
Chera smriti dhulo makha holeo
aajo khuji nana ajuhaate
0 Comments
Post a Comment