Bhalo Theko Lyrics by Miftah Zaman :
Bhalo Theko Song Is Sung by Miftah Zaman from Bhalo Theko Tumio Bengali Natok. Starring: Apurba And Mehazabien. Valo Theko Bangla Song Lyrics written by Tushar Hasan. This bengali Drama Directed by Mizanur Rahman Aryan.Song : Bhalo Theko
Drama : Valo Theko Tumio
Vocal, Music & Tune : Miftah Zaman
Lyrics : Tushar Hasan
Direction: Mizanur Rahman Aryan
Label: Soundtek
Bhalo Theko Lyrics In Bengali :
ভীষন আধারে ঘুম আসেনা তোমার,
বেলকনির আলো জ্বেলে রেখো।
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা,
একটু খেয়াল করে দেখো।
জানি মাঝরাতে পাবে পিপাসা তোমার,
মাথার পাশে জল রেখো।
পারবোনা ছুঁতে শুধু স্বপ্নে এসে,
বলবো তুমি ভালো থেকো।
তোমার কপালের যত কালো টিপ,
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে।
ধুলো পড়া উপহার সে গীতবিতান,
যতন করে মুছে রেখো তুলে।
ছেড়োনা গানের চর্চা তুমি,
পিয়ানোটা ভালো করে শেখো।
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।
কেউ না জানুক, শুধু আমিতো জানি,
ওষুধটা খেতে ভুলে যাবে যে রাতে।
চশমাটা মনে করে সাথেই রেখো,
সাবধানে থেকো রাস্তা পেরোতে।
মুছোনা চোখের কাজল তুমি,
চুলগুলো বেণী করে রেখো।
মেহেদী রাঙা সে হাতের ছোঁয়ায়,
ফ্রেমে বাঁধা ছবিটাকে দেখো।
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।
ভীষন আঁধারে ঘুম আসেনা তোমার,
বেলকনির আলো জ্বেলে রেখো।
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা,
একটু খেয়াল করে দেখো।
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।
Bhalo Theko Tumio Drama More Songs :
Mon Bhalo Hoye Jay by Tahsin Ahmed
Vishon adhare ghum ashena tomar
Balconyr aalo jele rekho
Mon bhule dorjata khola ache kina
Ektu kheyal kore dekho
Jani majh raate pabe pipasha tomar
Mathar pashe jol rekho
Parbona Chute shudhu shopne eshe
Bolbo tumi bhalo theko
0 Comments
Post a Comment