Parate Majhraate Lyrics from Prem Amar 2 :
Parate Majhraate Song Lyrics In Bengali from Prem Amar 2 Bangla Movie. Featuring: Adrit Roy, Puja Cherry Roy And Sourav Das. The Song is sung by Tushar Joshi And Kona. Music composed by Savvy Gupta. Parate Majh Raate Poreche Hurohuri Bangla Song Lyrics written by Ritam Sen. Mixed and Mastered by Subhadeep Mitra.Song Name: Parate Majhraate (পাড়াতে মাঝরাতে)
Movie: Prem Amar 2
Singer: Tushar Joshi & Kona
Music: Savvy
Lyrics: Ritam Sen
Rap: Saptarshi
Music Label: SVF Music
Parate Majhraate Lyrics :
সবাই মিলে হাতে হাত মেলাও এবার
যদি প্রেমে পড়তে চাও
এই ভেবো নাক আর
আকাশে বাতাসে দেখো ফুলের গন্ধ
তোমার অন্তরে আছে যেন বড়ো আনন্দ।
পাড়াতে মাঝরাতে পড়েছে হুড়োহুড়ি,
অচেনা ছায়াপথে এলোমেলো উড়াউড়ি (x2)
তারায় তারায়, তার ইশারায়
বুঝেও কেন বুঝিনা..
তুমি দেখিয়াও দেখিলা না,
শুনিয়াও শুনলা না।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না,
ও তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না।
অকাল বাদলে, মেঘের মাদলে
মনের বদলে মনই মানায়।
চোখের আড়ালে এক পা বাড়ালে
হঠাৎ হারালে, বুক কেঁপে যায়।
আলো আঁধার, লাগায় ধাঁধা
চিনেও কেন চিনি না ..
তুমি দেখিয়াও দেখিলা না,
শুনিয়া ও শুনলা না।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না,
ও তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না।
গোপন ছোঁয়ারা, রঙের ফোয়ারা
মাতাল হাওয়ারা চিঠি পাঠায়।
দুষ্টুমি চলে, হাওয়া বদলে
খুনসুটি হলে কি আসে যায়।
যখনই পাই, পেয়ে হারাই,
খুঁজবো কোথায় জানিনা ..
তুমি দেখিয়া ও দেখিলা না,
শুনিয়া ও শুনলা না।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না,
ও তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না।
Parate majhraate poreche hurohuri
Ochena chayapothe elomelo urauri
Taray taray taar isharay
Bujheo keno bujhina
Tumi dekhiya o dekhila na
Shuniya o shunla na
Tumi jwalaya gela moner aagun
Nibhaiya gela na
0 Comments
Post a Comment