Aloy Phera Hoyni Lyrics by Iman Chakraborty :
Movie : Brishti Tomake DilamSong : Aloy Fera Hoyni
Singer : Iman Chakraborty
Lyrics & Composition : Debojyoti Mishra
Directed by : Arnab Paul
D.O.P : Ashim Bose
Label : Times Music Bangla
Aloy Phera Hoyni Lyrics In Bengali from Brishti Tomakey Dilam Movie. The Song is sung by Iman Chakraborty.
Aloy Phera Hoyni Lyrics :
কতদিন আলোয় ফেরা হয়নিকতদিন ডাকিনি তোমায় ডাক নামে
ঘুমের গভীরে বয়ে চলা নির্জনতা আজ
দেখা হয়নি তোমার সাথে।
রং পেনসিল আর বৃষ্টির গুঁড়ো
আঁকেনি তোমার মুখ
কতদিন আলোয় ফেরা হয়নি।
দু'চোখ ভিজিয়ে আর জাগে নি শহর
ঘুমের কোণেতে মাথা রেখে
আলোর ছায়ারা মেঘ হয়ে জানালায়
ঘষা কাঁচে যায় জন্মের দাগ রেখে
কতদিন আলোয় ফেরা হয়নি।
বৃষ্টি তোমাকে দিলাম
ভুবন ডাঙার মেঘ ওড়ানো দুপুরগুলো
ওড়নার মতো জড়িয়ে থাকা,
তোমার স্মৃতি বিস্মৃতি বিদ্যুৎ শিহরণ।
বৃষ্টি তোমাকে দিলাম,
নিশ্চিন্দি পুরের সেই বালিকার,
স্বপ্ন ময় আর ধান খেত ছেলেবেলা।
বৃষ্টি তোমার জন্য,
তোমার জন্য রূপকথার মেঘমালা
আর না ফুরানো বাঁশির সুর
বৃষ্টি তোমাকে দিলাম ..
কতদিন স্বপ্নে ফেরা হয়নি
কতদিন চাঁদ ওঠেনি সিন্ধু পারে
স্মৃতির শহর নৌকো বেয়ে যায় ভেসে
দেখা হয়নি তোমার সাথে।
রং পেনসিল আর বৃষ্টির গুঁড়ো
আঁকেনি তোমার মুখ
কতদিন আলোয় ফেরা হয়নি।
Kotodin Aaloy Phera Hoyni
Kotodin daakeni tomay daak naame
Ghumer gobhire boye chola nirjonota aaj
Dekha hoyni tomar sathe
Rong pencile aar bristir guro
Anke ni tomar mukh
Kotodin Aaloy Fera Hoyni
Du chokh vijiye aar jaage ni shohor
Ghumer konete matha rekhe
Aalor chaya ra megh hoye janalay
Ghosha kanche jaay jonmer daag rekhe
Kotodin Aloy Phera Hoyni
Brshti tomake dilam
News About Kotodin Aloy Phera Hoyni Bengali Song Lyrics from Bristi Tomake Dilam Bangla Movie. Starring: Jaya Ahsan, Badsha Maitra, Chiranjeet, Subrat Dutta, Rajatava Dutta, Rajesh Sharma and others. Story, Script & Dialogue by Anshuman Pratyush & Promit. Produced by Balajee Motion Pictures.
0 Comments
Post a Comment