Jodi E Shitey Ami More Jai by James












Jodi Ei Shitey Ami More Jai Lyrics by James :

Song: Jodi E Shite Ami More Jai (যদি এই শীতে আমি মরে যাই)
Singer: James
Album: Jonota Express
Band: Nogor Baul

Jodi Ei Shitey Ami More Jai Lyrics In Bangla :

যদি শীতে আমি,
যদি এই শীতে আমি, মরে যাই
যদি এই.. শীতে, আমি মরে যাই
জেনে রেখো, জেনে রেখো
আগামী শীতে, নতুন করে জন্ম নেবো
হয়ত ফুল হয়ে, কোন পথের ধারে
হিমেল হাওয়ায়,
চেতনার পাশ দিয়ে, যদি এই শীতে

যদি দূরে বহু বহুদূরে
আমি চলে যাই, মরে যাই
জেনে রেখো, জেনে রেখো
আগামী শীতে, নতুন করে জন্ম নেবো
হয়ত ফুল হয়ে, কোন পথের ধারে
হিমেল হাওয়ায়,
চেতনার পাশ দিয়ে, যদি এই শীতে

বলে যাই, বলে যাই,
আবার আসবো আমি
ভালবেসে, ঘাস ফুল নদী তীরে,
জোনাকি হয়ে যাবো আলো জ্বেলে
আঁধার রাতে, তোমার গহীনে,
যদি এই শীতে

সুরে সুরে আমি গান গেয়ে যাবো
নীল আকাশে, আকাশে
শুনে রাখ যাবোনা চিরতরে
না না না না না

যদি শীতে আমি,
যদি এই শীতে আমি, মরে যাই
জেনে রেখো, জেনে রেখো
আগামী শীতে, নতুন করে জন্ম নেবো
জোনাকি হয়ে যাবো আলো জ্বেলে
আঁধার রাতে, তোমার গহীনে,
যদি এই শীতে, আঁধার রাতে, তোমার গহীনে
যদি এই শীতে

যদি এই শীতে আমি মরে যাই লিরিক্স :

Jodi E Shite Ami
Jodi Ei Shitey Ami More Jai
Jeno rekho, Jene rekho
Agami shite notun kore jonmo nebe
Hoyto ful hoye kono pother dhare
Himel haway chetonar pash diye Jodi Ei Shite

Jodi dure bohu bohudure
Ami chole jai more jai
Bole jai bole jai abar ashbo ami
Vlaobeshe ghash ful nodi tirey
Jonaki hoye jabo aalo jele
Andhar raate tomar gohine

Sure sure ami gaan geye jabo
Neel akashe, akashe
Shune rakho jabona chirotore