Chokh Duto Tana Tana Thot Duto lal - Mohammed Aziz












Chokh Duto Tana Tana Thot Duto lal Lyrics The song is sung by Mohammed Aziz Music composed by Vidyut Goswami And Chokh Duto Tanna Tanna Bangla Song Lyrics written by Shyamal Sengupta.

Singer: Mohammed Aziz
Music: Vidyut Goswami
Lyrics: Shyamal Sengupta


Chokh Duto Tana Tana Thot Duto lal Lyrics In Bengali :

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,
লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল (x2)
কখনো সাজে না, কাজলও পরে না,
কখনো সাজে না কাজলও পরে না,
তবু রূপেরই বাহার
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,
লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

শাড়ীর আঁচল জড়িয়ে গায়ে
নপুর ছাড়া দুটি পায়ে
পথ চলে সে ধীরে ধীরে
দেখে না আমায় ফিরে (x2)
কখনো সাজে না, আলতাও পরে না,
কখনো সাজে না আলতাও পরে না
তবু রূপেরই বাহার
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,
লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

ফুলের মতোই দেখতে যে সে
মুক্তো ঝরে উঠলে হেসে
দেখে তারে এলো চুলে
গেছি যে সবই ভুলে (x2)
কখনো সাজে না, চুলটা বাঁধে না
কখনো সাজে না চুলটা বাঁধে না
তবু রূপেরই বাহার
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,
লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

কেমন করে বলবো তাকে
ভালোবাসি আমি তাকে
দেয়না সাড়া ডাকলে তাকে
বোঝাবো কেমন করে (x2)
কথা সে বলে না, ভুলেও হাসে না
কথা সে বলে না ভুলেও হাসে না
তবু রূপেরই বাহার

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,
লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল (x2)
কখনো সাজে না, কাজলও পরে না,
কখনো সাজে না কাজলও পরে না,
তবু রূপেরই বাহার
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,
লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

Chokh duto tana tana thot duto lal
Lojjay ranga hoye thake tar gal
Kokhono sajena, kajol o porena
Tobu ruperi bahar

Sharir anchol joriye gaye
Nopur chara duti paye
Poth chole se dhire dhire
Dekhe na amay fire

Fuler motoi dekhte je se
Muktu jhore uthle hese
Dekhe tare elo-chule
Gechi je shobi bhule

Kemon kore bolbo take
Bhalobashi ami tomake
Deyna sara dakle tare
Bojhabo kemon kore


Mohammed Aziz More Songs Lyrics :

Prithibi Hariye Gelo Lyrics - Mohammed Aziz

Lal Shari Lal Tip Lyrics - Mohammed Aziz

Prothom Dekhay Jake Amar Lyrics - Mohammed Aziz