Ami Chole Jabo - Minar Rahman




Ami Chole Jabo Lyrics by Minar Bangla Song 2018 Music Arrangement by Emon Chowdhury Ami Jabo Chole song Lyrics, Music & Tune composed by Minar Rahman.

Singer: Minar Rahman
Lyric, Tune & Music : Minar Rahman
Music Arrangement: Emon Chowdhury 
Label: Cd Choice

Ami Chole Jabo Lyrics In Bangla :

আমি যাবো চলে
সাথে নিয়ে নীল আকাশ
তুমি পাশে রবে কিনা জানিনা
তুমি ছিলে পাশে
সাথে ছিলো রূপালী রোদ
তবুও তোমার গল্প হয় নি শোনা (x2)
হয় নি শোনা

সব ভুলে আমি যাবো তোমার কাছে
সব ভেঙে আমি যাবো তোমার কাছে

কোন অভিমানী দুচোখের কান্না মুছে
দূর কোনো পথের বাঁকে, স্বপ্নের খোঁজে

মিছে কিছু প্রশ্ন হঠাৎ কেন এলোমেলো
অজানা সে উত্তর খুঁজি তোমার ঠিকানায়

তুমি কি এখনো আগেরি মতো সুর হয়ে
ছন্দ খোঁজো শুধু আমার ঠিকানায়,
আমার ঠিকানায়

সব ভুলে আমি যাবো তোমার কাছে
সব ভেঙে আমি যাবো তোমার কাছে

কোন অভিমানী দুচোখের কান্না মুছে
দূর কোনো পথের বাঁকে স্বপ্নের খোঁজে

জানি তুমি এখনো আমায় ভাবো নীরবে
জেনে রেখো আমায় পাবে নিয়মের আড়ালে

আমি যাবো চলে
সাথে নিয়ে নীল আকাশ
তুমি পাশে রবে কিনা জানিনা
তুমি ছিলে পাশে
সাথে ছিলো রূপালী রোদ
তোমায় পাবো কি পাবো না তা জানি না

Ami Chole Jabo Lyrics :

Ami jabo chole
Sathe niye oi neel akash
Tumi pashe robe kina jani na
Tumi chiley pashe
Sathe chilo rupali rod
Tobu-o tomar golpo hoyni shona
Hoyni shona

Shob bhule ami Jabo tomari kache
Shob venge ami Jabo tomari kache

Kon obhimaane duchokher kanna muche
Dur kono pothe banke shopner khoje

Miche kichu proshno Hotath keno elomelo
Ojana se uttor khuji Tomar thikanay

Tumi ki ekhono
Ager moto sur hoye
Chonddo khojo sudhu
Amar thikanay, Amar thikanay

Shob bhule ami Jabo tomari kache
Shob venge ami Jabo tomari kache

Kon obhimaane duchokher kanna muche
Dur kono pothe banke shopner khoje

Jani tumi ekhono amy vabo nirobe
Jene rekho amay pabe niyomer arale