Nissho korecho Amay Lyrics In Bangla:

Song Name: Firiye Dao Lyrics
Band Name: Miles

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা হৃদয় আমার
একাকী অসহায় (x2)

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও,
হারানো দিনগুলো ভাবে চলে যেও না

আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে কেন মুছে দিলে
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও,
হারানো দিনগুলো ভাবে চলে যেও না

অকারণ অভিমানে তুমি চলে যেও না
মায়াবী বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও,
হারানো দিনগুলো ভাবে চলে যেও না


Nissho korecho Amay Firiye Dao Lyrics :

Nissho korecho amay
ki nithur cholonay
Tumi hina a hridoy amar
ekaki ashohay (x2)

Peye haranor bedonay
pure cholechi sarakhon
keno tumi miche mayay
bendhechile amay tokhon…
Fhiriye dao..
amari prem tumi Phiriye dao..
Firiye dao..
harano din gulo avabe chole jeo na..

Amar hridoy jure
shudhu tumi chile
Joto shur chilo mone..
keno muche dile

Okaron abhimane
tumi chole jeo na
Mayabi e badhon chire
dure shore jeo na