Keno Korle Erokom Lyrics by Rupam Islam:

Singer: Rupam Islam
Album: Fossils 2

ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে।
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালবেসে আমার নিহন্তাকে
দুঃস্বপ্নে দু'চোখ শাস্তি যাবজ্জীবন
কী করে ভুলি রাজকন্যাকে।

কেন করলে রকম, বলো ?
কেন করলে'রকম।(x2)

ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে।
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালবেসে আমার নিহন্তাকে।

কেন করলেএরকম, বলো ?
কেন করলেএরকম। (x2)
হে..
আজ নকল লাগে সব সুখের কাহিনী
দীর্ঘশ্বাস দীর্ঘ যামিনী
নতুন পরিচয়ে বাড়ে শুধুই গ্লানি
হাতড়ায় হাত ছুঁতে চায় যাকে চিনি

উফ! কতদিনতোমাকে দেখিনি
দেখতেও চাইনা 'কথা মিথ্যে নয়
আসলে জীবন বলে সত্যিই কিছু নেই
জীবন জীবিত থাকার অভিনয়

কেন করলে'রকম, বলো ?
কেন করলে'রকম।....

কেন করলে এ রকম লিরিক্স :

Bhorer batase joto snigdhota ache
Bondhok rekhechilam premer kache
Roder adore joto tibrota ache
Helay firiye diyechi akashe
Nishyo nishyo nishyo ek bishho bishhoye
Bhalobese amar nihotta ke...
Duswapner duchokh sasti jabojjibon..
Ki kore bhuli Rajkonya ke...

Keno korle erokom, Bolo ?
Keno korle erokom ? (x2)

eay hey..Aaj nokol lage sob sukher kahini
Dirghoswash dirgho chahuni...
Notun porichoye bare sudhui glaani..
Haatray Haath chutey chay jake chini...

Uff..  kotodin tomake dekhini..
Dekhteo chaina e kotha mitthey noy..
Asole jibon bole sotti kichu nei..
Jibon jibito thakar obhinoy...